E Purba Bardhaman

আগামী ২৪ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন বোর্ড শপথ নিতে চলেছে

 

Stock Photo - Purba Bardhaman Zilla Parishad

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলা পরিষদের তৃণমূল পরিচালিত নতুন বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। খোদ তৃণমূল দলীয় সূত্রের খবরইতিমধ্যেই দলনেত্রীর নির্দেশে জেলা পরিষদের পরিচালন ক্ষমতা বিদায়ী সভাধিপতি দেবু টুডুর হাতেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতৃত্ব তথা নির্বাচিত সদস্যদের। অন্যদিকে,দলীয় সূত্রে জানা গেছেদলনেত্রীর নির্দেশে এখনও পর্যন্ত ৩জনের নাম সভাধিপতি হিসাবে জমা পড়েছে দলনেত্রীর কাছে। এঁরা হলেন বিদায়ী বোর্ডের সহকারী সভাধিপতি শম্পা ধাড়াবিদায়ী বোর্ডের জনস্বাস্থ‌্য দপ্তরের কর্মাধ্যক্ষ গার্গী নাহা এবং বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন দপ্তর থেকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের গঠনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। সেই নির্দেশিকা অনুসারে চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েতের বোর্ড গঠন এবং প্রথম মিটিং অনুষ্ঠিত করার নির্দেশ জারী করলেন জেলাশাসক। নির্দেশিকা অনুসারে আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্ধমান সদর উত্তর মহকুমার ৭টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলির গঠন ও প্রথম বৈঠক অনুষ্ঠিত করার নির্দেশিকা দেওয়া হয়েছে। একইভাবে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ৬টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলির গঠন ১৩ সেপ্টেম্বের থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে করা এবং প্রথম বৈঠক অনুষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে।কাটোয়া মহকুমায় ১৩– ১৫ সেপ্টেম্বরের মধ্যে ৫টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে বোর্ড গঠন ও প্রথম বৈঠক অনুষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কালনা মহকুমার ৫টি পঞ্চায়েতেও ১৪ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্য এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলির বোর্ড গঠনের পরই জেলা পরিষদের বোর্ড গঠন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দলীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে,প্রতিটি ক্ষেত্রেই প্রধানউপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতিদের নাম দলীয়ভাবে মুখবন্ধ খামে তা নির্দিষ্ট বোর্ড গঠনের দিন দলীয় নেতৃত্বের হাতে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকেজেলা পরিষদের ক্ষেত্রে প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তর থেকে সভাধিপতি এবং সহকারী সভাধিপতির নাম জানিয়ে দেওয়া হবে। দলীয় সূত্রের খবর ২৪ সেপ্টেম্বর সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের নয়া বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নয়া বোর্ডের সভাধিপতি ও সহকারী সভাধিপতিদের নাম ঘোষণা হলেও কারা কারা কোন্ কোন্ দপ্তরের কর্মাধ্যক্ষ হবেন সে ব্যাপারে পরে দলীয়ভাবে জানানো হবে। এদিকেআগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবেই শেষ হচ্ছে চলতি বোর্ডের মেয়াদ। বিদায়ী বোর্ডের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন,জেলাভাগের পর পূর্ব বর্ধমান জেলা পরিষদ গঠনের সময় তাঁদের মাথায় ছিল প্রায় ১৬ কোটি টাকা পূর্ত দপ্তরের দেনা। গত প্রায় এক বছরের মধ্যে সেই দেনা শোধ করা হয়েছে। ফলে নতুন যে বোর্ডের কাছে কোনো বকেয়া ঋণের বোঝা থাকছে না। তিনি জানিয়েছেনপুরনো বোর্ড যথাসাধ্য চেষ্টা করেছে জনস্বার্থে কাজ করার। তাঁরা আশা করছেন নতুন বোর্ড আরও ভালভাবে কাজ করতে পারবে।

Exit mobile version