অসমের মত পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় এলে এনআরসি হবে – দিলীপ ঘোষ
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অসমে নাগরিকপঞ্জির মত পশ্চিমবঙ্গেও চালু হবে এনআরসি। শনিবার বর্ধমানে দলীয় সভায় যোগ দিতে এসে একথা বলে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে অবশ্যই এনআরসি চালু হবে। তিনি জানান, মুসলিম অনুপ্রবেশকারীদেরই তাড়ানো হবে। তাদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। পাশাপাশি তিনি জানান, যাঁরা হিন্দু অনুপ্রবেশকারী তাঁদের আইন মোতাবেক এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। এদিন শোভন-বৈশাখীর দলত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করার বিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, বিজেপিতে অনেকেই আসছেন। যাঁরা আসছেন তাঁদের স্বাগত জানানো হচ্ছে। প্রত্যেকেরই কাজ আছে। প্রত্যেকেই কাজ করছেন। কাজ খুঁজে নিতে হবে। শোভন বৈশাখীর পদত্যাগের ইচ্ছা প্রকাশ সম্পর্কে তিনি জানিয়েছেন, এব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে কিছু জানানো হয়নি। এদিকে, মুখ্যমন্ত্রীর বিভিন্ন ক্লাবকে দুর্গাপুজো করার জন্য যে অনুদান দিয়েছেন সে সম্পর্কে দিলীপবাবু বলেন, দুর্গাপূজোর বিসর্জন দিতে বাধা দিয়েছিল। সেজন্য কোর্টে যেতে হয়েছিল। তাই এখন অনুদান বাড়িয়ে কোনো লাভ হবে না। জুতো মেরে গরুদান করে কোনো লাভ হবে না। রাজ্যের বেশ কিছু পুরসভায় এখনও নির্বাচন না হওয়া এবং নাগরিক পরিষেবা ব্যাহত হওয়া প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ওঁরা নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্বাচনে ব্যালটে ভোট করিয়ে দেখেছে। হেরেছে। তাই ভোট না করে থাকতে চাইছে। গণতন্ত্রে এসব বেশিদিন চলবে না। ভোট হবেই। পাশাপাশি যাঁরা নাগরিক পরিষেবা পাচ্ছেন না, তাঁদের এখন দেখা উচিত কাদের তাঁরা ক্ষমতায় বসিয়েছে্ন। এরই পাশাপাশি এদিন দিলীপবাবু বলেন, যেভাবে প্রতিদিন গুণ্ডা লাগিয়ে গুলি করে মানুষ খুন করার ঘটনা ঘটছে তা বুমেরাং হবে। তখন আর ঠেকানো যাবে না। তাঁকে কালোপতাকা দেখানোর ঘটনা ক্রমশই বাড়তে থাকায় তিনি জানিয়েছেন, কোনো কোনো নেতা বলছেন এটা নাকি স্বতঃস্ফূর্ত। তাহলে তিনিও তো পারেন সল্টলেকে সুজিত বসুকে, হাবড়ায় গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত কালো পতাকা দেখাতে। তাঁরা পারেন মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই এইরকম স্বতঃস্ফূর্ততা দেখাতে। তাঁরা এসবে বিশ্বাসী নন বলেই কিছু করছেন না। কিন্তু প্রত্যেক ক্রিয়ারই যেমন সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তেমনই তাঁরা যদি কিছু না বলে্ন তাহলে ভুল ভাববে সাধারণ মানুষ। তাই এব্যাপারেও তাঁদের কাছে সবরকমের দাওয়াই মজুদ আছে। তৃণমূল যেটা পছন্দ করবে সেই দাওয়াই তাঁরা বাতলাবেন।