E Purba Bardhaman

জাতীয় সড়কের মাঝখানে দাঁড়িয়ে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে ধৃত প্রৌঢ়া

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাতীয় সড়কের মাঝখানে দাঁড়িয়ে যান চলাচলে বাধা ও পুলিসকে কর্তব্য পালন না করতে দেওয়ার অভিযোগে এক প্রৌঢ়াকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিস। ধৃত প্রৌঢ়ার নাম লক্ষ্মী দেওয়ান। আউশগ্রাম থানার শিবদা কলোনিতে তার বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার দুপুরে আচমকা বর্ধমান–সিউড়ির রোডের শিবদা এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে ওই প্রৌঢ়া। তার ফলে, রাস্তা দিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি হয়। বহু গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছে প্রৌঢ়াকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলে। এতে প্রৌঢ়া আরও উত্তেজিত হয়ে পড়ে। পুলিসকে সে গালিগালাজ করে। পুলিস তার অভিযোগের বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে সে জানায়। পুলিস তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। কিন্তু, প্রৌঢ়া কোনওভাবেই রাস্তা থেকে সরতে রাজি হয়নি। তাকে সরাতে গেলে পুলিসকে সে শারীরিকভাবে নিগ্রহ করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাধ্য হয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিস তাকে গ্রেপ্তার করে। তদন্তে নেমে পুলিস জেনেছে, বেশ কিছুদিন ধরে সম্পত্তি নিয়ে প্রৌঢ়ার সঙ্গে কয়েকজনের বিবাদ চলছে। পুলিস এনিয়ে ব্যবস্থাও নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন রিপোর্টও আদালতে জমা দিয়েছে। এলাকায় যাতে কোনওরকম অশান্তি না হয় তা দেখার জন্য দু’পক্ষকেই বলেছে। প্রৌঢ়ার বিরুদ্ধে এলাকাবাসী থানায় অভিযোগ দিয়েছে। মিথ্যা মামলায় প্রতিবেশীদের ফাঁসানোর হুমকি দেয় প্রৌঢ়া। কোনওরকম কারণ ছাড়াই প্রৌঢ়া ফোন করে এলাকায় পুলিস ডেকে পাঠায়। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বয়সের কথা উল্লেখ করে ধৃতের জামিন চান তার আইনজীবী। সরকারি আইনজীবী অবশ্য জামিনের তীব্র বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে তদন্তে সহযোগিতা এবং চার্জশিট পেশ না হওয়া পর্যন্ত আউশগ্রাম থানা এলাকা না ছাড়া ও পুলিসের সঙ্গে দুর্ব্যবহার না করার শের্ত ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Exit mobile version