E Purba Bardhaman

ভাতার থানা এলাকায় প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত গাড়ির মালিক

Police recovered 46900 bottles of banned drug Phensedyl during smuggling under the cover of rice and paddy sacks

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভাতার থানা এলাকায় প্রচুর পরিমাণ ফেনসিডিল উদ্ধার হওয়ার ঘটনায় গাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অসিত সরকার। উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঝিকড়ায় তার বাড়ি। রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় এনিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হল। এর আগে গ্রেপ্তার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করে গাড়ির মালিকের হদিশ পেয়েছে পুলিস। ধৃতকে সোমবার বর্ধমানের মাদক আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ৬ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন মাদক সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি দুপুরে একটি লরি ও একটি পণ্যবাহী গাড়িতে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। ঝাড়খণ্ডের রাঁচি থেকে ফেনসিডিল আনা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান-কাটোয়া রোডে ৬ মাইল মোড় ও গর্দানমারির মাঝের একটি গোডাউনের সামনে পুলিস লরি ও পণ্যবাহী গাড়িটিকে আটকায়। পুলিসকে আগেভাগে দেখতে পেয়ে লরি ও গাড়ির চালক পালিয়ে যায়। দু’টি গাড়ির পিছনে যাওয়া একটি চারচাকা গাড়িও রাস্তার পাশে দাঁড় করিয়ে পালায় চালক। তল্লাশিতে লরি ও পণ্যবাহী গাড়ি থেকে ৪৬৯ প্যাকেট ফেনসিডিল উদ্ধার হয়। ঘটনার বিষয়ে মাদক আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস।

Exit mobile version