বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শিক্ষামূলক ভ্রমণে শস্যগোলা পূর্ব বর্ধমানে এলেন দার্জিলিং-এর তিনটি ব্লকের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা। বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এর তরফ থেকে এই এক্সপোজার কাম লার্নিং ভিজিট চলেছে ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত। শনিবার এই প্রতিনিধিদল বর্ধমান ২ ব্লকের কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। অঙ্গনওয়াড়ী কেন্দ্র, শিশু উদ্যান, কঠিন বর্জ্য পদার্থের নিরাপদ নিষ্কাশন প্রকল্পে কীভাবে কাজ চলছে তার খুঁটিনাটি বিষয় দেখার পাশাপাশি বিভিন্ন তথ্য তাঁরা সংগ্রহ করেন। এরপর তাঁরা যান নবস্থা ২ নম্বর পঞ্চায়েত অফিসে। সেখানে তাঁরা কাজ কর্মের হালহকিকত সরেজমিনে দেখেন। শেষে প্রতিনিধিদলের সদস্যরা যান বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়শুল জুনিয়র বেসিক স্কুলে।