E Purba Bardhaman

দার্জিলিং জেলার দ্বিস্তর পঞ্চায়েত এলাকার উন্নয়ন ঘটাতে সমতলে পাঠ নিলেন জনপ্রতিনিধিরা

The Panchayat representatives of Darjeeling district took lessons in Burdwan to develop the Two tier Panchayat area.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শিক্ষামূলক ভ্রমণে শস্যগোলা পূর্ব বর্ধমানে এলেন দার্জিলিং-এর তিনটি ব্লকের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা। বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এর তরফ থেকে এই এক্সপোজার কাম লার্নিং ভিজিট চলেছে ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত। শনিবার এই প্রতিনিধিদল বর্ধমান ২ ব্লকের কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। অঙ্গনওয়াড়ী কেন্দ্র, শিশু উদ্যান, কঠিন বর্জ্য পদার্থের নিরাপদ নিষ্কাশন প্রকল্পে কীভাবে কাজ চলছে তার খুঁটিনাটি বিষয় দেখার পাশাপাশি বিভিন্ন তথ্য তাঁরা সংগ্রহ করেন। এরপর তাঁরা যান নবস্থা ২ নম্বর পঞ্চায়েত অফিসে। সেখানে তাঁরা কাজ কর্মের হালহকিকত সরেজমিনে দেখেন। শেষে প্রতিনিধিদলের সদস্যরা যান বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়শুল জুনিয়র বেসিক স্কুলে। প্রতিনিধিরা জানান, ২০২৩ সালে প্রায় ২২ বছর পর দার্জিলিং জেলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং প্রায় ৩৫ বছর পর পঞ্চায়েত সমিতি নির্বাচন হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থায় দার্জিলিং জেলায় নবনির্বাচিত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পদাধিকারীরা তাঁদের পঞ্চায়েত এলাকাগুলিকে কী ভাবে উন্নত করতে পারেন এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকার মানুষকে সমৃদ্ধ করতে পারেন তার জন্যই তাদের এই এক্সপোজার ভিজিট বলে জানান প্রতিনিধিরা। মূলত, দার্জিলিং-এর পুলবাজার ব্লক, কার্শিয়াং ব্লক এবং মিরিখ ব্লকের প্রতিনিধিরা বর্ধমান ২ ব্লকের তিনটি পঞ্চায়েতে যান। সঙ্গে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধিরা। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক সুপর্ণা গাঙ্গুলি বলেন, এর আগে দার্জিলিং জেলার দ্বিস্তর পঞ্চায়েতের ৩৫ জন জন প্রতিনিধি কল্যাণীতে প্রশিক্ষণ নেন। তাঁরাও মেমারি ১ ব্লকে গিয়ে পঞ্চায়েতের কাজকর্ম সরেজমিনে দেখেন। এদিন কুড়মুন ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে জানিয়েছেন, দার্জিলিং থেকে একটা টিম এসেছিল। পাহাড়ি অঞ্চলের টিম সমতলের পঞ্চায়েতগুলো কেমনভাবে চলছে সেই বিষয়ে প্রশিক্ষণ নিতে এসেছিল। পঞ্চায়েতের সব দেখানো হয়েছে। ওনারা দেখে খুবই খুশি। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কঠিন-বর্জ্য ব্যবস্থাপন পদ্ধতি দেখে ওরা খুবই খুশি হয়েছেন। সড্ডা এলাকায় একই চত্বরে লাইব্রেরি, আইসিডিএস সেন্টার এবং শিশু উদ্যান দেখে ভূয়সী প্রশংসা করেছেন ওঁরা।

Exit mobile version