আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- এক শিক্ষকের বদলি আটকাতে পথে নামলেন অভিভাবকরা। তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল হল স্কুলের পড়ুয়ারাও। বিক্ষোভের পাশাপাশি স্কুল খোলার আগেই তালা ঝুলিয়ে দেওয়া হল গেটে। অভিভাবকদের দাবি ওই শিক্ষককে তাঁদের স্কুলেই বহাল রাখতে হবে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের। অভিভাবকরা জানিয়েছেন, স্কুলে পড়ুয়ার সংখ্যা ৬৭ জন। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৪ জন। তাঁদের মধ্যে মঙ্গলচণ্ডী পাল নামে ওই স্কুলের এক সহ-শিক্ষকের বদলির নির্দেশ এসেছে। স্কুল পরিদর্শকের অফিস থেকে এলাকার কয়েকজন শিক্ষক-শিক্ষিকার বদলির নির্দেশের তালিকা প্রকাশ হয়। এরপর যখন স্থানীয়রা দেখতে পান তাতে নাম রয়েছে মঙ্গলচণ্ডী পাল নামে অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের, তখনই এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বুধবার স্থানীয়রা জড়ো হন স্কুলের সামনে। অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন। পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হয় তাদের প্রিয় শিক্ষকের বদলি আটকাতে। শিক্ষক মঙ্গলচণ্ডী পাল জানান, সরকারি নির্দেশ আমাকে মানতে হবে, কিন্তু এলাকার মানুষ ও ছাত্রছাত্রীদের ভালোবাসায় আমি আপ্লুত। তাঁরা চাইছেন আমি এই স্কুলেই থাকি, কিন্তু এই সিদ্ধান্ত তো ডিআই অফিসই নেবে।