বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ইছলাবাদ মৌজার শশাঙ্ক বিল বুজিয়ে সেখানে প্রোমোটার রাজ কায়েম করার অভিযোগ নিয়ে এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উচ্চ আদালতের পাশাপাশি গ্রিন ট্রাইবুনালের দ্বারস্থ হতে চলেছে। মঙ্গলবার বর্ধমানের আনন্দপল্লী বড়নীলপুর মোড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে জলাভূমি রক্ষায় একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। এই সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি ডাক্তার তুষারকান্তি বটব্যাল, কার্যকরী সভাপতি চন্দ্রনাথ বন্দোপাধ্যায়, সম্পাদক আশুতোষ পাল, পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক অপূর্ব রতন ঘোষ, অর্থনীতির অধ্যাপক ভাস্কর গোস্বামী প্রমুখরাও।