E Purba Bardhaman

শুরু হলো ওড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন উৎসব

The platinum jubilee celebration of Orgram High School started from Monday

ওড়গ্রাম (পূর্ব বর্ধমান) :- সোমবার থেকে শুরু হলো ওড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক রাজশ্রী বসু অধিকারী, অবসরপ্রাপ্ত জেলা বিচারক ইন্দ্রনীল অধিকারী, বর্ধমান সদরের সহ-বিদ্যালয় পরিদর্শক অরুণকুমার মণ্ডল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নবকুমার মন্ডল, ট্যুরিজম বিভাগের প্রধান অধ্যাপক মীর সফিক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন, প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন আহ্বায়ক সমিতির সভাপতি তারাপদ পাল, সম্পাদক তথা প্রধান শিক্ষক প্রিয়ব্রত সরকার, স্কুল পরিচালন সমিতির সভাপতি তরুণকুমার ঘোষ প্রমুখ। তারাপদ পাল জানিয়েছেন, পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে ভারত সবে স্বাধীন হয়েছে। ওড়গ্রাম এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা উপলব্ধি করলেন তাঁদের পরবর্তী প্রজন্মের উন্নতি করতে হলে সঠিক শিক্ষার দরকার, আর তার জন্য প্রয়োজন বিদ‍্যালয়ের। যেমন ভাবনা, তেমন কাজ। ভোলানাথ মণ্ডল, দুর্গাপদ ঘোষরা ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি খর, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি করলেন একটা ঘর, প্রতিষ্ঠা হলো ওড়গ্রাম স্কুল। তারপর সরকারি নিয়ম মেনে তৈরি হলো পাকা ঘর। বাড়তে শুরু করলো পড়ুয়াদের সংখ্যা। সেদিনের প্রতিষ্ঠিত স্কুল রূপান্তরিত হলো ওড়গ্রাম উচ্চ বিদ্যালয়-এ। তারাপদ পাল জানিয়েছেন, ১৯৪৯ সালে ওড়গ্রামে যে শিশু বৃক্ষটি রোপিত হয়েছিল আজ তা পত্রে পুষ্পে মুকুলে শোভিত একটা মহীরুহে পরিণত। কালের গতির বহমানতায় আজ ওড়গ্রাম উচ্চবিদ্যালয় ৭৫ বছর অতিক্রম করলো। আর এই মুহূর্ত্যকে স্মরণীয় করে রাখতে বিদ‍্যালয়ের পক্ষ থেকে চলতি বছরের ১৫ থেকে ১৭ জানুয়ারি ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ জানুয়ারি সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা ভোলানাথ মণ্ডলের আবক্ষ মূর্তিতে মাল‍্যদান করে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। ছাত্রছাত্রীদের পরিবেশনায় গীতিনাট্য ‘চিত্রাঙ্গদা’, বিজ্ঞান ও চিত্রকলা প্রদর্শনী, বর্ধমান দি পাপেটিয়ার্সের পুতুলনাচ পরিবেশিত হয়। এদিন স্কুলে বিশুদ্ধ পানীয় জল প্রকল্প এবং বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। মঙ্গলবার আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাটক ‘ক্ষীরের পুতুল’, ছন্দবানীর পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। বুধবার আয়োজিত হবে ‘গাছ গ্রুপ’-এর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচী এবং পড়ুয়াদের চারাগাছ বিতরণ, জুভেনাইল জাস্টিস বোর্ড এবং জেলা পুলিশের উদ্যোগে আইনি সচেতনতা শিবির, অদিতি চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান।

Exit mobile version