E Purba Bardhaman

ধৃত অজয় টুডুকে সঙ্গে নিয়ে উদ্ধার আদিবাসী ছাত্রী খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি, জামা প্যান্ট

The police recovered the blood-stained knife, clothes and pants used in the murder of the tribal girl along with the arrested Ajay Tudu.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের নান্দুড় ঝাপানতলার আদিবাসী ছাত্রী প্রিয়াংকা হাঁসদাকে খুনের ঘটনায় গ্রেপ্তার অজয় টুডুকে শনিবার নিজেদের হেফাজতে নিয়েই পুলিশ উদ্ধার করল খুনে ব্যবহৃত ছুরি-সহ অজয় টুডুর জামাকাপড়। শনিবার পুলিশি হেফাজতে নিয়েই আদিবাসী ছাত্রী খুনে ধৃত অজয় টুডুকে সঙ্গে নিয়ে নান্দুড়ে তল্লাশি শুরু করলো বর্ধমান থানার পুলিশ। ধৃত অজয় টুডুকে নিয়ে গাংপুর স্টেশন সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে অজয় টুডুর দেখানো স্টেশন সংলগ্ন ঝোপ থেকে হলুদ কালারের একটি গেঞ্জি, একটি জিন্সের প্যান্ট ও খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, নান্দুড়ে আদিবাসী তরুণীর খুনের ঘটনায় অভিযুক্ত অজয় টুডুকে পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় শুক্রবার। গত ১৪ আগস্ট মেয়েদের রাত দখলের সন্ধ্যায় গলা কেটে খুন করা হয় ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদাকে। যদিও রাত দখলের কর্মসূচির সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। শনিবার ধৃত অজয় টুডুকে বর্ধমান আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গাংপুর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা অনুপ দাস জানিয়েছেন, শনিবার বিকাল থেকেই গাংপুর স্টেশন এলাকায় পুলিশি আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যেবেলায় তাঁরা একটি দোকানে বসে গল্প করছিলেন। সেই সময় পুলিশ ওই ধৃতকে নিয়ে আসে। এরপর তাঁরই বাড়ির পিছনে একটি ঝোপ থেকে একটি প্লাস্টিকে মোড়া প্যাকেট উদ্ধার করে। সেখান থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা গেঞ্জি, রক্তমাখা জিন্সের প্যান্ট এবং একটি রক্তমাখা ছুরি। পুলিশ তাঁদের সাক্ষী রেখে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।

Exit mobile version