বর্ধমান (পূর্ব বর্ধমান) :- টাকা ডবল করে দেওয়ার নামে প্রতারণায় ধৃত গোপাল সিং ও সীতারাম পোড়েলকে হেফাজতে নিল পুলিস। বর্ধমান থানার লোকো মোড় এলাকায় গোপালের বাড়ি। মাধবডিহি ধামনাড়ি গ্রামে অপরজনের বাড়ি। ধৃত দু’জনকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। দু’জনকে পাঁচদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, কয়েকদিন ধরে বর্ধমান শহরের অনিতা সিনেমা লেন এলাকার একটি লজে ঘর ভাড়া নিয়ে টাকা ডবল করে দেওয়ার নাম করে প্রতারণা চালাচ্ছিল গোপাল ও সীতারাম। বেশ কয়েকজন তাদের খপ্পড়ে পড়ে টাকা খুইয়েছেন। বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে লজের ঘরে হানা দেয় পুলিস। লজ থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি বোতলে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক ও নানা নোটের মাপে কাটা কাগজের বান্ডিল উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ঘটনার বিষয়ে লজের মালিক প্রমোদকুমার পোড়েল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে প্রতারণার মামলা রুজু করে তদন্তে নেমেছে থানা।