বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৫ বছরেও বারবার আবেদন জানিয়েও রাজ্য ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশনের অনুমোদন না পাওয়ায় সংকটে পড়েছেন পূর্ব বর্ধমান জেলার প্রায় ২০০-এরও বেশি ব্যাডমিণ্টন খেলোয়াড়। এরইসঙ্গে পশ্চিম বর্ধমান ব্যাডমিণ্টন এ্যাসোসিয়েশনের কর্তারা নানাভাবে পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের হুমকি দিচ্ছেন বলে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার অরিন্দম বিশ্বাস। তিনি জানিয়েছেন, ২০১৭ সালে পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিণ্টন অ্যাসোসিয়েশন সোসাইটি রেজিষ্ট্রেশন অ্যাক্টে নথীভূক্ত হয়। তৎকালীন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের আগ্রহে জেলায় ব্যাডমিণ্টন খেলার প্রসার ঘটে। তিনি জানিয়েছেন, বর্তমানে গোটা জেলায় প্রায় ২০০ খেলোয়াড় রয়েছে।