E Purba Bardhaman

প্রায় এক বছর পর রাজস্থান থেকে উদ্ধার গলসির নিখোঁজ নাবালিকা, ধৃত ১

The Purba Bardhaman District Police rescued the missing minor girl from Rajasthan after almost a year.

গলসি (পূর্ব বর্ধমান) :- গলসির নিখোঁজ নাবালিকাকে প্রায় এক বছর পর রাজস্থান থেকে উদ্ধার করে নিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় গলসি থানা এলাকার ১৭ বছর বয়সী ওই নাবালিকা। পরিবারের সদস্যরা তাঁদের মেয়ের কোনও হদিশ না পেয়ে ওই বছরেরই ১১ নভেম্বর গলসী থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে গলসি থানাতে একটি মামলা রজু হয়। গলসি থানার তদন্তকারী অফিসার বিভিন্নভাবে ওই নাবালিকাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু প্রাথমিকভাবে কোন হদিশ পাওয়া যায়নি। অবশেষে কয়েকদিন আগে তদন্তকারী অফিসার ওই নাবালিকার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারেন। এর পরই চলতি বছরের ৪ ডিসেম্বর রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয় পূর্ব বর্ধমানের একটি পুলিশ টিম। গত ৭ ডিসেম্বর রাজস্থানের পালরি-এম থানার সহায়তায় যোধপুর স্টেশন থেকে ২০০ কিলোমিটার দূরে পোশালিয়া গ্রাম থেকে নাবালিকাকে উদ্ধার করে পূর্ব বর্ধমানের পুলিশ দল। ঘটনায় এক অভিযুক্তকেও গ্রেপ্তার করেন তদন্তকারী অফিসার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) নাবালিকা ও ধৃতকে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয়েছে। বুধবার উদ্ধার হওয়া নাবালিকা ও ধৃতকে পূর্ব বর্ধমান জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Exit mobile version