বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আমজনতার ‘ভাগ্য নির্ধারণ’ করতেন তিনি। কমবেশি বাজারে তাঁর প্রচার, প্রসার সবই রয়েছে। ‘ভাগ্যের ফাঁড়া কাটাতে’ আম জনতাকে তিনি নানান নিদানও দিতেন। আর সেই ‘ভাগ্য নির্ধারণকারী’ জ্যোতিষ শাস্ত্রী উপাধি পাওয়া জ্যোতিষীরই পচাগলা মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। আর ঘরের ভিতর থেকে এই জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় থানার জোতরাম জামতলা এলাকায়। মৃতের নাম শিব নারায়ণ শাস্ত্রী ওরফে শিব নারায়ণ বসু (৬২)। বাড়ি বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ এলাকায়।