Site icon E Purba Bardhaman

জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

The recovered of the decomposed body of the astrologer created a Sensation

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আমজনতার ‘ভাগ্য নির্ধারণ’ করতেন তিনি। কমবেশি বাজারে তাঁর প্রচার, প্রসার সবই রয়েছে। ‘ভাগ্যের ফাঁড়া কাটাতে’ আম জনতাকে তিনি নানান নিদানও দিতেন। আর সেই ‘ভাগ্য নির্ধারণকারী’ জ্যোতিষ শাস্ত্রী উপাধি পাওয়া জ্যোতিষীরই পচাগলা মৃতদেহ উদ্ধার হল ঘর থেকে। আর ঘরের ভিতর থেকে এই জ্যোতিষীর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় থানার জোতরাম জামতলা এলাকায়। মৃতের নাম শিব নারায়ণ শাস্ত্রী ওরফে শিব নারায়ণ বসু (৬২)। বাড়ি বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ এলাকায়। The recovered of the decomposed body of the astrologer created a Sensation স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই জোতরাম এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। গতকাল থেকে সেই দুর্গন্ধের তীব্রতা বাড়ায় স্থানীয়রা কারণ খুঁজতে গিয়ে জামতলা শ্মশানের পাশে একটি ঘরকে চিহ্নিত করেন। এরপর তাঁরাই খবর দেয় পুলিশকে। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিস দরজা ভেঙে জ্যোতিষীর দেহ উদ্ধার করে। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্তে নেমেছে শক্তিগড় থানা। এদিনই বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শিবনারায়ণ শাস্ত্রী ওরফে শিব নারায়ণ বসু নামে এক জ্যোতিষী এই ঘরে একাই থাকতেন। বেশ কয়েকদিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিলো না। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে শক্তিগড় থানার পুলিশ। The recovered of the decomposed body of the astrologer created a Sensation


Career Climb

Exit mobile version