বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি মার্চ মাসের ১০ তারিখ নেপাল বেড়াতে গিয়েছিলেন বর্ধমান শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৫ জনের একটি দল। রবিবার রক্সৌল এক্সপ্রেসে তাঁরা বর্ধমান ফিরছিলেন। কিন্তু পথেই গোটা বেড়ানোর আনন্দ পরিণত হল বিষাদ আর আতংকে। রবিবার বর্ধমান ফেরার পথে বিহারের লক্ষ্মীসরাই ষ্টেশন ছাড়ার পরই পরপর ৩টে কামরায় ব্যাপক লুঠতরাজ চালালো দুষ্কৃতিরা। যাত্রীদের সঙ্গে থাকা ল্যাগেজ ব্যাগ সহ নগদ টাকা, অলংকার ও মোবাইল ছিনতাই করা হয় চলন্ত ট্রেনে। দুষ্কৃতিদের বাধা দিতে গেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের থামিয়ে দেওয়া হয়। আতংকিত যাত্রীদের অভিযোগ, এই ঘটনায় ট্রেনের চেন টেনে ট্রেন থামালেও দেখা মেলেনি রেল পুলিশের। এমনকি দুষ্কৃতিরা পালিয়ে যাবার পর রেলের টিকিট পরীক্ষক যাত্রীদের জানান,তাঁদের লাগেজপত্র রক্ষা করার দায় যাত্রীদেরই। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ রেল যাত্রীরা রবিবার সকালে বর্ধমান ষ্টেশনে নামার পর রেলের জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।