E Purba Bardhaman

বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেবার ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ সভাধিপতির

The Sabhadhipati advises to be careful in taking loans from private banks

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এখন পাড়ায় পাড়ায় শোনা যায়, বাইকে করে গ্রুপের স্যারেরা এসেছে। সহজেই লোন পাওয়া যায়। কম সময়ের মধ্যে লোনটা হয়েও যায়। কিন্তু পরিশোধের সময় পরবর্তীতে এদের কাছ থেকে ভাল ব্যবহার পাওয়া যায় না। এমনকি রিকভ্যারির জন্য আরবিআইয়ের নিয়ম না মেনেই টাকা আদায়ের চেষ্টা করে, চাপ সৃষ্টি করে। এতে অনেক সময় ঋণগ্রহীতারা অন্য জায়গা থেকে চড়া সুদে ঋণ নিয়ে তা পরিশোধের চেষ্টা করেন। ফলে ঋণের জালে তাঁরা ফেঁসে যান। তাই ওদের কাছে না গিয়ে নিজেরা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে সেখান থেকে কিংবা সমবায় থেকে ঋণ নিন। এর মাধ্যমে নিজেদের মধ্যে একসঙ্গে থাকার মানসিকতা গড়ে উঠবে, ঐক্যবোধ তৈরি হবে। একতা গড়ে উঠবে। মঙ্গলবার বর্ধমান টাউন হলে বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার এণ্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ৮৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করতে গিয়ে একথা বলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। উল্লেখ্য, সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি ঘটনায় বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধের এই চাপে পড়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। এদিন এই ব্যাংকের স্পেশাল অফিসার সুভাষ মণ্ডল জানিয়েছেন, ধীরে ধীরে এই ব্যাংক লাভের মুখ দেখতে শুরু করেছে। খুব শীঘ্রই তাঁরা লকার চালু করতে চলেছেন। তিনি জানিয়েছেন, সততার সঙ্গে যাঁরা ক্ষুদ্র ব্যবসা বা কোনো উদ্যোগ নিতে চান এই ব্যাংক তাঁদের পাশে আছে। তিনি জানিয়েছেন, সমবায় মানেই সকলকে নিয়ে চলা, তাঁরা সেই আদর্শকে মাথায় রেখেই চলছেন। এদিন টাউন হলের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, গুসকরা পৌরসভার পুরপ্রধান কুশল মুখার্জ্জী প্রমুখরা। বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার এণ্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মুখ্য নির্বাহী আধিকারিক সমীর কুমার ঘোষ জানিয়েছেন, ব্যাংকের ৮৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন ‘সমবায়ের ভূত-ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনা সভা আয়োজিত হয়।

Exit mobile version