বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এখন পাড়ায় পাড়ায় শোনা যায়, বাইকে করে গ্রুপের স্যারেরা এসেছে। সহজেই লোন পাওয়া যায়। কম সময়ের মধ্যে লোনটা হয়েও যায়। কিন্তু পরিশোধের সময় পরবর্তীতে এদের কাছ থেকে ভাল ব্যবহার পাওয়া যায় না। এমনকি রিকভ্যারির জন্য আরবিআইয়ের নিয়ম না মেনেই টাকা আদায়ের চেষ্টা করে, চাপ সৃষ্টি করে। এতে অনেক সময় ঋণগ্রহীতারা অন্য জায়গা থেকে চড়া সুদে ঋণ নিয়ে তা পরিশোধের চেষ্টা করেন। ফলে ঋণের জালে তাঁরা ফেঁসে যান। তাই ওদের কাছে না গিয়ে নিজেরা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে সেখান থেকে কিংবা সমবায় থেকে ঋণ নিন। এর মাধ্যমে নিজেদের মধ্যে একসঙ্গে থাকার মানসিকতা গড়ে উঠবে, ঐক্যবোধ তৈরি হবে। একতা গড়ে উঠবে। মঙ্গলবার বর্ধমান টাউন হলে বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার এণ্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ৮৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করতে গিয়ে একথা বলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। উল্লেখ্য, সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি ঘটনায় বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধের এই চাপে পড়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে।