মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- ক্ষুদে পড়ুয়াদের নিয়ে পিঠেপুলি উৎসবে মাতলেন জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শুক্রবার সবজি-ভাতের বদলে মিড-ডে মিলে পিঠেপুলির আয়োজন করল মন্তেশ্বরের প্রান্তিক এলাকায় থাকা এই স্কুল। আর তা দেখে পেট পুরে খেয়ে আনন্দে মাতলো মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন পিঠেপুলি খাওয়ার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। ক্ষুদে পড়ুয়াদের সাথে আনন্দে উৎসবে শামিল হন শিক্ষক ও সরকারি আধিকারিকরাও। উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, এস আই শ্রীপর্ণা চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক মধূসূদন চ্যাটার্জী জানিয়েছেন, প্রান্তিক এলাকায় থাকা গরীব ঘরের পড়ুয়াদের কথা ভেবেই মিড-ডে মিলে পিঠেপুলির আয়োজন। পালিত হয় নবান্ন উৎসবও। স্কুলের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন বিডিও, এসআই-সহ অভিভাবকরাও।