E Purba Bardhaman

সাপের কামড়ে মৃত্যু হল ৩জনের

প্রতীকি চিত্র। Photo:- pixabay.com

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সাপের কামড়ে মৃত্যু হল ৩জনের। পুলিশ সূত্রে জানা গেছেখণ্ডঘোষ থানার শশঙ্গা এলাকার বাসিন্দা অনিমা মজুমদার (৬২গত ২৭ আগষ্ট রাতে বিছানায় ঘুমিয়ে থাকার সময় তাঁর কাঁধে সাপে কামড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। অপরদিকেএকইভাবে মেমারীর দেবীপুরের বাসিন্দা তুলসী ক্ষেত্রপালকেও (৩০গত মঙ্গলবার রাতে বিছানায় ঘুমিয়ে থাকার সময় কাঁধে সাপে কামড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। এরই পাশাপাশি প্রতিবেশীদের বাগানে পিয়ারা পাড়তে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রূপলাল হেমব্রম (১১)। বাড়ি রায়না থানার মোগলমারি এলাকায়। সে মোগলমারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। রবিবার বিকালে পাড়ারই একটি বাগানে পিয়ারা পাড়তে গেলে পায়ে সাপে কামড়ায় তাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

Exit mobile version