Site icon E Purba Bardhaman

গলসীতে দুষ্কৃতিদের মারে জখম পঞ্চায়েত সদস্যের ছেলে

গলসী (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত ভোটে জয়ী তৃনমুল প্রার্থী সাবেদ আলী মল্লিক এর ছেলে সহরম মল্লিকের দুই পা হাত গুঁড়িয়ে দিলো একদল দুস্কৃতী। ঘটনা পুর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মনোহর সুজাপুর গ্রামের। আজ সকালে বীজতলায় জলসেচের কাজ দেখতে গেলে একদল দুস্তৃতী সহরম মল্লিকের ওপর রড, লাঠি, কুড়ুল নিয়ে চড়াও হয়। কুড়ুল দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় দুই পা ও বাঁ হাত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তুলে পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। স্থানীয় নেতা নুহুর আলী মল্লিকের সাথে সাবেদ আলী মল্লিকের গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই রয়েছে। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিট পান সাবেদ আলী মল্লিক। দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নুহুর আলী মল্লিক। সাবেদ আলী নির্বাচনে জয়লাভ করেন। তার জেরেই এই হামলা বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও জেলা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন। এই ঘটনায় গলসী থানার পুলিশ তদন্তে নেমেছে।

Exit mobile version