বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভর্তির প্রথম দিনই মুখ থুবড়ে পরল রাজ্য শিক্ষা দপ্তরের উদ্বোধন করা কলেজগুলিতে ভর্তির কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল। আর এই নিয়ে এসএফআই-এর অভিযোগ, পরিকল্পনাবিহীন একটা প্রক্রিয়া তৈরি করে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের সমস্যায় ফেলেছে। যদিও পালটা টিএমসিপি দাবি, গোটা রাজ্য জুড়ে ভর্তির প্রক্রিয়া চলছে প্রথম দিন একটু সমস্যা হতেও পারে। একসঙ্গে এত সংখ্যক ছাত্র-ছাত্রী এই পোর্টাল ইউজ করছে তাতে একটা ট্রাফিকিং সমস্যা হতে পারে। এসএফআই যে অভিযোগ করছে পুরো ভিত্তিহীন। উল্লেখ্য, সোমবার থেকে ৭ জুলাই পর্যন্ত এই পোর্টাল চালু থাকবে বলে জানানো হয়েছে। আর সোমবার প্রথম দিনেই রীতিমতো সমস্যায় পড়লেন ছাত্রছাত্রীরা। সোমবার সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য এই পোর্টালে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। পোর্টাল এক প্রকার নিষ্ক্রিয় হয়ে আছে বলে অভিযোগ করেছেন ছাত্রছাত্রীরা। ছাত্র – ছাত্রীদের অভিযোগ পোর্টাল থেকে ওটিপি আসছে কিন্তু সেই ওটিপি পোর্টালে দিলে সঙ্গে সঙ্গে এরর্ দেখাচ্ছে। তারপর পোর্টালে আর কোনো কাজ হচ্ছে না। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরি জানিয়েছেন, দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করেছে। কিন্তু প্রথম দিনই সেই প্রক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছে, ছাত্রছাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে। এসএফআই পূর্ব বর্ধমান জেলায় ১৯ জায়গায় স্টুডেন্টদের জন্য হেল্প ডেস্ক চালু করেছে। সব জায়গাতেই পোর্টালে রেজিস্ট্রেশন করতে সমস্যা দেখা যাচ্ছে। রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। মোবাইল ওটিপি ঢুকছে। ই-মেইল ওটিপি ঢুকছে না। মোবাইল ওটিপি ইনভ্যালিড দেখাচ্ছে। গোটা রাজ্যে প্রায় ৬ লক্ষ ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করবে। ৭ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এখনই পদক্ষেপ না নিলে ছাত্রছাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়বেন। একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি করে এত ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে সেটা ভালোভাবে করতে হবে, না হলে কার্যকরী হবে না। আমরা জানি রাজ্যে কোনও ছাত্রছাত্রী-ই এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেনি। এটা পরিকল্পনার অভাব। যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের দাবি, আজ প্রথমদিন সবাই ভালোভাবেই ফর্ম ফিলাপ করেছে। সবাই একসাথে এই পোর্টাল ব্যবহার করার জন্য বা ইন্টারনেট পরিষেবা ঠিক না থাকায় সকালের দিকে একটু সমস্যা হয়েছিল। এস এফ আই এর এই অভিযোগ ভিত্তিহীন। এস এফ আই এর ক্যাম্প অফিসে একটাও লোক নেই। এস এফ আই কোনো কলেজে কোথাও কিছুতে নেই তাই তাদের অভিযোগের কোনো ভিত্তিও নেই। এক ছাত্র শুভম দাস জানিয়েছেন, বিবেকানন্দ কলেজে অনার্সে ভর্তির জন্য এদিন পোর্টালে চেষ্টা করছিলাম। কাজ হচ্ছে না। এরর দেখাচ্ছে। একই কথা জানিয়েছেন, একাধিক ছাত্রছাত্রী।