ভাতার ও গুসকরা (পূর্ব বর্ধমান) :- দুটি পৃথক ঘটনায় চুরির রীতিমত চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গুসকরা ও ভাতারের ওড়গ্রামে। রীতিমত কৌতূহল সৃষ্টি করল গুসকরায় চুরির ঘটনা। গত ২৭শে জুলাই রাতে বাড়ির সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছিল গুসকরার ১২ নং ওয়ার্ডের সুভাষ পল্লিতে। বাড়ির মালিক জানিয়েছেন, সকালে তিনি দেখতে পান তার বাড়ির সিঁদ কেটে টিভি, বাড়ির সামগ্রি চুরি হয়ে গেছে। ওই ঘটনায় তিনি যথারীতি থানায় অভিযোগও করেন। কিন্তু পুলিশ চোর আর চুরির মাল উদ্ধার করার আগেই সোমবার রাতে ঘটল অবাক ঘটনা। ওই বাড়ির পিছনের গলিতে টিভি সহ অন্যান্যে কিছু সামগ্রী নামিয়ে দিয়ে যায় চোরের দল। ঘটনায় হতচকিত হয়ে পড়েছেন বাড়ির লোকজন। প্রাথমিকভাবে জানা গেছে, টিভি সাদাকালো এবং দীর্ঘদিন ধরেই অচল। তা ছিল একটি পরিত্যক্ত ঘরে পরিত্যক্ত অবস্থাতেই। চোরের দল টিভি এবং কিছু বাসনপত্র নিয়ে চলে যাবার পর সম্ভবত টিভিটি চালিয়ে দেখতে গিয়ে ঠকে যায়। আর তাই ধরা পড়ার ভয়ে রাতারাতি ফেরত দিয়ে যায়। এদিকে, গুসকরার এই চুরির ঘটনার পাশাপাশি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ভাতার থানার ওড়গ্রামে। মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ বাড়িতে কেউ না থাকার সময় বাড়ির পাঁচিল টপকে ঢোকে চোর। আলমারি ভেঙে প্রায় ২০ ভরি সোনা এবং ১৫ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোর। এই ঘটনায় গোটা এলাকায় রীতিমত আতংক সৃষ্টি হয়েছে। এব্যাপারে ভাতার থানায় অভিযোগ জানানো হয়েছে।
চুরির সামগ্রী গোপনে ফিরিয়ে দিয়ে গেল চোর
