E Purba Bardhaman

পরীক্ষা চলাকালীন অচৈতন্য ছাত্রী, দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হল হাসপাতালে

The student unconscious during the exam, was rushed to the hospital

মেমারি (পূর্ব বর্ধমান) :- পরীক্ষা হলে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অচৈতন্য হয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিল সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের শিক্ষকরা। জানা গেছে, মেমারি ১ ব্লকের দেবীপুর আদর্শ হাই স্কুলের ছাত্রী মৌমিতা সরেনের পরীক্ষার সিট পড়েছে দেবীপুর স্টেশন হাই স্কুলে। এদিন পরীক্ষা চলাকালীন আচমকা অচৈতন্য হয়ে পড়ে সে। দ্রুততার সঙ্গে তাকে মেমারী হাসপাতালে নিয়ে আসেন ওই পরীক্ষাকেন্দ্রের অফিসার ইনচার্জ ভজন ঘোষ। কিন্তু ছাত্রীর অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে মেমারী হাসপাতাল থেকে তাকে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য কৌশিক মল্লিক। তিনি জানিয়েছেন, এদিন রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়ে। তিনি জানিয়েছেন, ওই ছাত্রীর হার্টের সমস্যা রয়েছে। ছোটবেলায় তার হার্টের একটি অপারেশনও করা হয়েছিল। কিন্তু তারপর থেকে মাঝে মাঝেই এরকম হয় বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, দ্রুততার সঙ্গে ছাত্রীটিকে অনাময়ে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

Exit mobile version