E Purba Bardhaman

ইউআইটি কলেজের ৩ ছাত্রের রেজিষ্টেশন না হওয়ায় পরীক্ষা বন্ধ করে আন্দোলনে ছাত্রছাত্রীরা

The students of UIT College protested by boycotting the examination as 3 students were not allowed to register. University Institute Of Technology The University Of Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউআইটি কলেজের ৩ পড়ুয়ার রেজিষ্টেশন না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ ও প্রতিবাদে নামল ছাত্রছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এদিন ইউআইটির ছাত্রনেতা দেবরাজ সাহা জানিয়েছেন, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় ইউআইটিতে অরিজিত পাল, ইন্দ্রনীল রায় এবং সোনি কুমারী উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখিয়েই ভর্তি হন। করোনা পরিস্থিতির জন্য চিরাচরিত যে রীতি জয়েণ্টের মাধ্যমে ভর্তি হওয়ার বাধ্যবাধকতা না থাকায় সরাসরি এই তিনজন ছাত্রছাত্রী ভর্তি হন। এরপর যথারীতি তাঁরা নিয়ম মেনেই বিভিন্ন ফি এবং চতুর্থ সেমিষ্টার পর্যন্ত পরীক্ষাও দেন। সোমবার থেকেই ছিল দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিষ্টারের পরীক্ষা। কিন্তু ওই তিনজন ছাত্রের রেজিষ্টেশন এখনও না হওয়ায় সমগ্র পরীক্ষাই বন্ধ করে দেন ছাত্রছাত্রীরা। এমনকি এদিন কলেজে অধ্যাপকরা আসলেও ছাত্রছাত্রীদের বাধায় তাঁরা ফিরে যান। ছাত্রছাত্রীরা জানিয়েছেন, এই তিন ছাত্রের রেজিষ্টেশনের বিষয়টি বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কার্যত ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এখনও এই ছাত্রছাত্রীদের রেজিষ্টেশন হয়নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার তাঁদের জানিয়েছেন, কলেজের ম্যানেজিং কমিটি এব্যাপারে সিদ্ধান্ত নিলে বিশ্ববিদ্যালয় তা গ্রহণ করবে। কিন্তু রবিবারই কলেজ কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দিলেও ছাত্রছাত্রীদের রেজিষ্টেশনের বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়নি। এই বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও শুরু করে দিয়েছেন এদিন থেকে। যদিও এব্যাপারে এদিন বারবার কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ট মহল থেকে জানা গেছে, তিনিও নানানভাবে এই তিন জন ছাত্রছাত্রীর রেজিষ্টেশনের বিষয়টি যাতে দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে চেষ্টা করছেন।

 

Exit mobile version