কুড়মুন (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দেওয়ানদিঘী থানার উদ্যোগে কুড়মুন বাজার এলাকায় পথদুর্ঘটনা রোধে আবশ্যিক পালনীয় কর্তব্য বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করতে একটি সচেতনতা মূলক কর্মসূচি করা হল। যেখানে পথচারী ও গাড়িচালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় পথ নাটিকার মাধ্যমে। বিতরণ করা হয় হেলমেট। তবে শুধু সচেতন নয়, একই সাথে যারা এলাকায় ট্র্যাফিক আইন সর্বদা মেনে চলেন তাঁদের আরও উৎসাহ দিতে প্রদান করা হয় ‘ট্র্যাফিক আইকন’ পুরস্কার। এর পাশাপাশি দেওয়ানদিঘী থানার উদ্যোগে বাল্যবিবাহ, ডাইনীপ্রথা ও মানবপাচার সম্পর্কেও সচেতন করা হয় বাসিন্দাদের। জেলা পুলিশসুপার আমনদীপ জানিয়েছেন, ট্র্যাফিক আইন মানার বিষয়ে সবসময়ই জেলা পুলিশের পক্ষ থেকে সকলস্তরের মানুষদের সচেতন করতে সবসময়ই প্রচার চালানো হয়। তবে এবার ট্র্যাফিক আইন যারা মেনে চলছেন তাঁদের উৎসাহদানের মাধ্যমে বাকিদেরও ট্র্যাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। তবে শুধু ট্র্যাফিক আইন নয় অন্যান্য সামাজিক কুপ্রথাগুলি সম্পর্কেও সকলকে সচেতন করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন কুড়মুন এলাকার বাসিন্দা প্রভাস রঞ্জন সামন্তকে ‘ট্র্যাফিক আইকন’ পুরস্কার তুলে দেওয়া হয়।