E Purba Bardhaman

বিজেপি এবং সিপিএমের রাজ্য নেতৃত্ব বর্ধমানে সাংবাদিক বৈঠক করায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

The Trinamool Congress leadership is angry that the state leadership of BJP and CPM held a press conference in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর পর শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করার পর রীতিমত কড়াভাবেই বিরোধিতায় নামল তৃণমূল। শুক্রবার সন্ধ্যায় বর্ধমানে তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, কলকাতায় কোনো দাম নেই। তাই বৃহস্পতিবার একটা কার্টুন এসে বর্ধমানে সাংবাদিক বৈঠক করেছেন। তিনি বলেন, বিজেপি সভা করার নিয়মই জানে না। তাই তাদের সভার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। আসলে ওদের ৫০টা লোক জোগাড় করার ক্ষমতাই নেই। কিন্তু তৃণমূল অপারগ। তাঁরা লোক সরবরাহ করতে পারবেন না। আর নিজেদের জনসমর্থন না থাকায় মিথ্যা দোষারোপ করছে অনুমতি দেওয়া হয়নি বলে। এরই পাশাপাশি এদিন সিপিএমের রাজ্য সম্পাদককে আলিপুর চিড়িয়াখানার জন্তু বলে উল্লেখ করে দেবু টুডু বলেন, ওদের তো কোনো চিহ্নই নেই বাংলায়। ওরা আবার বড় বড় কথা বলে কিভাবে। আসলে ওদের দেখতে কদিন পর আলিপুর চিড়িয়াখানায় যেতে হবে মানুষকে। রাম আর বাম যে এক হয়ে গেছে সেটা তো বিধানসভা নির্বাচনেই বাংলার মানুষ দেখেছে।

Exit mobile version