E Purba Bardhaman

৫ বছরের জন্য সাসপেণ্ড নেতাকে মঞ্চে বসিয়ে অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের, বিতর্ক

The Trinamool Congress program was held in the presence of the suspended leader for 5 years.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :– দলবিরোধী কাজের জন্য ৫ বছর দল থেকে সাসপেণ্ড করা নেতাকে পাশে নিয়ে তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর সেলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর সভা করা নিয়ে তুমুল বিতর্ক দেখা দিল। মঙ্গলবার বর্ধমান ১ ব্লকের বাঘার ২নং গ্রাম পঞ্চায়েতের তালিত তৃণমূল কংগ্রেসের উদ‌্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কিষান খেত মজুর সেলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক-সহ দল বিরোধী কাজের জন্য পাঁচ বছরের জন্য সাসপেণ্ড নেতা তথা বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুর সেলের প্রাক্তন সভাপতি মহম্মদ মহসিন। আর এরপরেই শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, মহম্মদ মহসিন বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিকের ঘনিষ্ট বলেই পরিচিত। তাই বর্ধমান ২ ব্লক সভাপতি হিসাবে পরমেশ্বর কোনারের নাম উঠে আসতেই রীতিমত তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মহম্মদ মহসিন সহ কয়েকজন নেতা। দলের সিদ্ধান্তের বিরোধিতা করায় মহম্মদ মহসিনকে ৫ বছরের জন্য দল থেকে সাসপেণ্ড করা হয়। কিন্তু তারপর কিভাবে তিনি এদিন মঞ্চে ছিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার পিছনে বিধায়ক নিশীথ মালিকের হাত রয়েছে খোদ তৃণমূলেরই একাংশ প্রচার করতে শুরু করেছেন। বিধায়কের মদতেই তিনি এদিন মঞ্চে ছিলেন বলে মন্তব্য করেছেন তৃণমূলের-ই নেতারা। যদিও, বিষয়টি নিয়ে বিধায়ক নিশীথ মালিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্য একটি সূত্রে জানাগেছে, মহম্মদ মহসিনের সাসপেনশন তুলে না নেওয়া হলেও এলাকার বিভিন্ন সামাজিক কাজে তাঁকে যুক্ত থাকতে বলা হয়েছে। এবিষয়ে মহম্মদ মহসিনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version