E Purba Bardhaman

১০০ দিনের কাজে বকেয়া ১৩০০ কোটি টাকা প্রদানের দাবি

The vendors demanding payment of Rs 1300 crore dues under the 100-day work project.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়নয় করেও প্রায় ১৩০০ কোটি বকেয়া বিলের টাকা প্রদানের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন পূর্ব বর্ধমান জেলা এমজিএনআরইজিএ ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। ১০০ দিনের কাজের (MGNREGA) অধীনে নির্মাণ প্রকল্পে দ্রব্যসামগ্রী সরবরাহ করা বাবদ বকেয়া বিল অবিলম্বে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে রীতিমতো প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। পরে তাঁরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন। সংগঠনের সদস্য মহম্মদ ইয়াসিন জানিয়েছেন, ২০২০ সাল থেকে একশ দিনের কাজের নির্মাণ প্রকল্পে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করেও টানা চার বছর ধরে তাঁদের বকেয়া আটকে রাখা হয়েছে। বারবার তাঁরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে বকেয়ার দাবিতে ডেপুটেশন দিলেও কাজের কাজ কিছু হয়নি। তাঁরা কার্যত এখন পথে বসেছেন। পাওনাদাররা তাঁদের উপর চাপ সৃষ্টি করছেন। এই অবস্থায় তাঁরা তাঁদের বকেয়া না পেলে আত্মহত্যা ছাড়া কোন পথ থাকবে না। তিনি জানিয়েছেন, কয়েকশো ঠিকাদারের এই প্রাপ্য টাকার সামগ্রিক পরিমাণ প্রায় ১৩০০ কোটি টাকা। তিনি জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে দড়ি টানাটানির জেরে তাঁদের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে।

Exit mobile version