Site icon E Purba Bardhaman

আউশগ্রামে সরকারী আবাসন থেকে মিলল প্রচুর বিষধর সাপ, আতংক

The venomous snake was recovered from the residence of Ausgram 1 block BDO

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- আউশগ্রাম ১ নং ব্লকের খোদ বিডিও-র আবাসন থেকে উদ্ধার হল সাপ। তাও একটা দুটো নয় – একাধিক বিষধর সাপ উদ্ধারকে ঘিরে রীতিমত আতংক ছড়িয়েছে আউশগ্রামে ১ -এর সরকারী আবাসন এলাকায়। এলাকার জনসাধারণ অবিলম্বে গোটা এলাকা থেকে বিষধর সাপ তাড়ানোর দাবী করেছেন। স্থানীয় মানুষের দাবী, বেশ কিছুদিন ধরেই তাঁরা সাপের আওয়াজ পাচ্ছিলেন। আর মঙ্গলবার খোদ বিডিও-র আবাসনে সাপের দেখা পাওয়ার পর বুধবার খোঁজ করতে গিয়ে চক্ষু কপালে উঠেছে সকলের। আউশগ্রাম-১ ব্লকের বিডিও-র আবাসনের ভিতর থেকে বেরিয়েছে তিনটি মস্ত গোখরো। শুধু আবাসনের ভিতরেই নয়, ব্লক চত্বর থেকেও দুটি চন্দ্রবোরা সাপ বের কর হয়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা আবাসন চত্বরে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আবাসনের বেশিরভাগ জায়গা জঙ্গলে পূর্ণ থাকায় বিষধর সাপের উপদ্রব হচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন, আউশগ্রাম-১ ব্লক চত্বরে ৩৫টি আবাসন রয়েছে। রয়েছে বেশকিছু পরিত্যক্ত ভবনও। তার কয়েকটি ভেঙে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছে। তারপরেই ব্লক চত্বরে সাপের উপদ্রব শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিডিও-র আবাসনে একটি গোখরো সাপের বাচ্চা দেখা মেলে। আবাসনের অধিকাংশগুলিতেই আবাসিক রয়েছে। তারপরেই আরো সাপ রয়েছে কিনা তা জানার জন্য মেমারি থেকে সাপ ধরতে প্রশিক্ষিত ৮জনের একটি দল বুধবার সকাল থেকে ব্লক চত্বর এলাকায় খোঁজ চালাতে থাকেন। উদ্ধার হয় প্রায় ৫ফুট লম্বা একটি গোখরো। এছাড়াও মেলে আরও কয়েকটি পূর্ণ বয়স্ক সাপ। সাপগুলিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় পুরো এলাকা পরিস্কার করার আশ্বাস দিয়েছেন বিডিও চিত্তজিৎ বসু।

Exit mobile version