ভাতার (পূর্ব বর্ধমান) :- ধান কিনতে এসে ওজনে কারচুপি করার অভিযোগে ৪ ধান ক্রয়কারীকে তালাবন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা। পরে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার মুরাতিপুর খাসপাড়ায়। স্থানীয়দের অভিযোগ, ভাতারের মুরাতিপুর খাসপাড়ার বাসিন্দা সেখ ইনামূল হক তাঁর কিছু বকেয়া মেটাতে ধান বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেই মতো ধান ক্রয় করতে আসেন কয়েকজন ব্যবসায়ী। ধান বিক্রির সময় সন্দেহ হওয়ায় ক্রয়কারীদের ওজনের পরই তিনি সেই বস্তা নিজের ওজন মাপার যন্ত্রে তুলে ওজন করেন। তখন দেখতে পান ক্রয়কারীদের সঙ্গে প্রায় ১৩ কেজি ধানের তফাত হচ্ছে। তিনি ক্রয়কারীদের কাছে বিষয়টি জানতে চাইলে কোনো সদুত্তর না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরবর্তীতে তাঁরা জানতে পেরেছেন, এই ধরনের অভিযোগ ক্রয়কারীদের বিরুদ্ধে আরও আছে। এরপরই গ্রামবাসীরা ওই ক্রয়কারীদের কাছে তেড়ে যেতেই বাকিরা পালিয়ে গেলেও ৪ জনকে তাঁরা ধরে ফেলেন। এরপর ৪ জনকেই তালাবন্ধ করে ঘরের ভিতরে আটকে রেখে খবর দেন পুলিশকে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। ৪ জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভাতার থানার পুলিশ।