E Purba Bardhaman

নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরী হচ্ছে, এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

The villagers stopped the work alleging that the road was being built with low-quality materials

মেমারী (পূর্ব বর্ধমান) :- নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের মেমারী আমাদপুর অঞ্চলের বিজরা গ্রামে। ক্ষোভে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দিলেন। স্থানীয় গ্রামবাসী নাজির খান জানিয়েছেন, নতুন রাস্তা তৈরী হচ্ছে গত ৫দিন ধরে। আর রাস্তা তৈরী হতে না হতেই মুড়ি মুড়কির মতো পিচ উঠে যাচ্ছে। এরই প্রতিবাদে তাঁরা রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর নতুন করে পিচের পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সেই রাস্তা একদিকে যখন নতুন করে তৈরীর কাজ চলছে, তখন অপরদিকে উঠে যাচ্ছে পিচের চাদর। স্থানীয়দের দাবী, পুনরায় রাস্তা তৈরি করতে হবে। নতুন করে রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে। এদিকে, এব্যাপারে রাস্তার কাজে বরাত পাওয়া ঠিকাদার রাধারমণ সাধুখাঁ জানিয়েছেন, তাঁরা এই রাস্তার কাজ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন বারবার। তিনি আবেদন জানিয়েছেন, কাজটা সম্পূর্ণ করতে দেওয়া হোক। তারপর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে তা তিনি ঠিক করে দেবেন। কিন্তু গ্রামবাসীরা তা মানতে নারাজ। তাঁরা প্রতিদিনই কাজ বন্ধ করে দিচ্ছেন। এই ঘটনায় তিনি চরম লোকসানের মুখে পড়েছেন। তিনি জানিয়েছেন, এব্যাপারে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ইঞ্জিনিয়ার আসবেন বলেছেন। তিনি এসে যা বলবেন তাই করবেন।

Exit mobile version