গলসী (পূর্ব বর্ধমান) :- সাংসারিক বিবাদের জেরে গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসী থানার কালিমোহনপুর গ্রামে। মৃতের নাম সন্তোষ ওরফে সুনীল কুমার মজুমদার (৬৪)। অভিযুক্ত স্ত্রী শ্রীমতী মজুমদারকে আটক করেছে গলসী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গলসীর কালিমোহনপুরের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি সন্তোষ কুমার মজুমদারের সাথে প্রায়দিনই তাঁর স্ত্রীর সাংসারিক বিবাদ চলছিল। শ্রীমতী মজুমদার পেশায় আইসিডিএস কর্মী। রবিবার সকালেও সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এরপর সন্তোষ কুমার মজুমদার বাড়ির বাইরে বেড়িয়ে একটি ফাঁকা জায়গায় গিয়ে বসেন। অভিযোগ, সেই সময়ই স্ত্রী শ্রীমতী মজুমদার অতর্কিতে গ্যাস সিলিন্ডার দিয়ে তাঁর মাথায় আঘাত করে বসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় হয় সন্তোষ কুমার মজুমদারের। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। পুলিশ শ্রীমতী মজুমদারকে আটক করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।