বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্বামীর মুক্তির দাবি এবং মিথ্যা মামলায় স্বামীকে ফাঁসানোর অভিযোগ তুলে প্রতিবাদে সোমবার বিকালে আচমকাই বর্ধমান থানার সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা এবং তাঁর আত্মীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্ধমানের সরাইটিকর এলাকার বাসিন্দা ফিরদৌসি বেগম জানিয়েছেন, তাঁর স্বামী সেখ রুবেল গাড়িচালক। গাঁজা কেসে সেখ রুবেলের ৪ বছরের জেল হয়। গত শনিবারই সে ছাড়া পায় জেল থেকে। আর শনিবার রাতেই ফের তাকে গাঁজা কেসে পুলিশ গ্রেপ্তার করে। ফিরদৌসি বেগম জানিয়েছেন, পুলিশ এবং আদালত সূত্রে তাঁরা জেনেছেন তাঁর স্বামী সেখ রুবেলের কাছ থেকে নাকি পুলিশ ৪ কেজি গাঁজা পেয়েছে। সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফিরদৌসি বেগম অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে সম্পূর্ণ মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। জোর করে তাঁর স্বামীকে গাঁজা দিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে।