গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম শেখ মহম্মদ মুশা ওরফে শেখ মোহন্ত। গলসি থানার মল্লসারুল গ্রামে তার বাড়ি। মঙ্গলবার সকালে মন্নসারুল থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ২৭ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিস জানিয়েছে, মল্লসারুল গ্রামেই ওই শিক্ষিকার বাড়ি। তিনি গলসি থানার শিল্যার একটি স্কুলে শিক্ষকতা করেন। স্কুলে যাতায়াতের পথে মুশা শিক্ষিকাকে কুপ্রস্তাব দিত। কুৎসিত ইঙ্গিত করত। অশ্লীল কথাবার্তা বলত। প্রতিবাদ করলে দামোদরের চরে নিয়ে গিয়ে ইজ্জত নেওয়ার হুমকি দিত সে। কিছুদিন আগে সকালে বাড়ি থেকে সাইকেলে স্কুলে আসছিলেন শিক্ষিকা। দামোদরের বাঁধ ধরে আসার সময় কাশপুরে মুশা পথ আটকায় শিক্ষিকার। শিক্ষিকাকে টেনে দামোদরের চরে নিয়ে যায়। সেখানে শিক্ষিকার সে শ্লীলতাহানি করে। এমনকি শিক্ষিকাকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। লাথি মেরে মুশাকে কাবু করে কোনওরকমে নিজেকে মুক্ত করেন শিক্ষিকা। এরপর তিনি স্কুলে যান। স্কুল থেকে বাড়ি ফিরে ঘটনার কথা বাড়ির লোকজনকে জানান তিনি। পেটে ও বুকেযন্ত্রণা হওয়ায় তিনি আদরাহাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করান। লোকলজ্জার ভয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেননি। কিন্তু, মুশা তার পিছু ছাড়েনি। শিক্ষিকাকে উত্যক্ত করতে থাকে সে। এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দেয় সে। বাধ্য হয়ে এদিন সকালে পুলিসে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা।