বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ডিভিসির জলাধারে নেই পর্যাপ্ত জল। তাই চলতি রবি ও বোরো চাষে এবার কার্যত গতবারের তুলনায় অর্ধেক জল পাবে পূর্ব বর্ধমান জেলা। বৃহস্পতিবার বর্ধমান সার্কিট হাউসে ৫ জেলার আধিকারিক এবং জেলাপরিষদের কৃষি আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ডিভিশনাল কমিশনার সুনিন্দর গুপ্তা। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি-সহ এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী ও হাওড়া জেলার আধিকারিকরা। এদিন সুনিন্দর গুপ্তা জানিয়েছেন, ডিভিসিতে পর্যাপ্ত জল না থাকায় গতবছরের তুলনায় এবছর কম জল ছাড়া হবে রবি ও বোরো চাষে। প্রথম ধাপে জল ছাড়া হবে আগামী ২৬ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে জল ছাড়া হবে আগামী ২৬, ২৭ জানুয়ারিতে। তবে ডিভিসিতে জলের স্তর কম থাকায় চাহিদা অনুযায়ী জল পাওয়া যাবেনা বলে তিনি জানিয়েছেন।