E Purba Bardhaman

জলাধারে জল নেই; বোরো ও রবিতে ডিভিসি’র জলের আকাল ৫ জেলায়

There is no water in the reservoir; Inadequacy of DVC water for boro and rabi cultivation in 5 districts

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ডিভিসির জলাধারে নেই পর্যাপ্ত জল। তাই চলতি রবি ও বোরো চাষে এবার কার্যত গতবারের তুলনায় অর্ধেক জল পাবে পূর্ব বর্ধমান জেলা। বৃহস্পতিবার বর্ধমান সার্কিট হাউসে ৫ জেলার আধিকারিক এবং জেলাপরিষদের কৃষি আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ডিভিশনাল কমিশনার সুনিন্দর গুপ্তা। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি-সহ এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী ও হাওড়া জেলার আধিকারিকরা। এদিন সুনিন্দর গুপ্তা জানিয়েছেন, ডিভিসিতে পর্যাপ্ত জল না থাকায় গতবছরের তুলনায় এবছর কম জল ছাড়া হবে রবি ও বোরো চাষে। প্রথম ধাপে জল ছাড়া হবে আগামী ২৬ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে জল ছাড়া হবে আগামী ২৬, ২৭ জানুয়ারিতে। তবে ডিভিসিতে জলের স্তর কম থাকায় চাহিদা অনুযায়ী জল পাওয়া যাবেনা বলে তিনি জানিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারের রবি ও বোরো চাষের জন্য মোট জল দেওয়া হবে ১ লক্ষ ৪৪ হাজার একর ফিট। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি জানিয়েছেন, গত বছর মোট ৭২ হাজার একরের জন্য জল দিয়েছিল ডিভিসি। এবছর জলের স্তর কম থাকায় জল পাওয়া যাবে ৫০ হাজার একরের মতো। গতবছর শুধু পূর্ব বর্ধমান জেলায় বোরো চাষের জন্য ৪৭ হাজার একর জল পাওয়া গিয়েছিল। এবছর জলের স্তর কম থাকায় ২৭ হাজার একর জল পাবে পূর্ব বর্ধমান জেলা। ডিভিশনাল কমিশনার সুনিন্দার গুপ্তা জানিয়েছেন, এদিন পাঁচ জেলার জেলাশাসক এবং কৃষি আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে কবে থেকে জল ছাড়া হবে এবং কত পরিমানমত জল ছাড়া হবে। ‌তবে গত বছরের তুলনায় এবছর ডিভিসিতে জলের স্তর কম থাকায় বোরো এবং রবি চাষে জলের পরিমাণ কম পাওয়া যাবে।


Exit mobile version