কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসবে রূপমের অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলা, লাঠি চার্জ
admin
কালনা (পূর্ব বর্ধমান) :- কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসবে বাংলা ব্যান্ড ফসিলস্-এর অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জের অভিযোগ। গত ৭ জানুয়ারি থেকে কালনা কোল্ডস্টোরেজ মাঠে শুরু হয়েছে রয়্যাল ক্যাটারার্স পরিচালিত ‘খাদ্য ও পিঠেপুলি উৎসব ২০২৪ ‘। উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, তরুণ সরকার, রাজশ্রী বাগ। উৎসবের প্রধান আকর্ষণ বিভিন্ন ধরনের খাবার ও পিঠেপুলির পাশাপাশি প্রত্যেকদিনই থাকছে নামীশিল্পীদের অনুষ্ঠান। ৮ জানুয়ারি উৎসবে উপস্থিত ছিলেন রাঘব চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনন্যা চক্রবর্তী। ৯ জানুয়ারি উপস্থিত ছিলেন আরুষি সিনথিয়া, রাজ বর্মন। ১০ জানুয়ারি অর্থাৎ বুধবার লিপিকা সামন্ত এবং বাংলা রক ব্যান্ড ফসিলস্। স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার অনুষ্ঠানের প্রথম অংশে লিপিকা সামন্ত তাঁর অনুষ্ঠান শেষ করার পরই শুরু হয় ব্যাপক গন্ডগোল। এদিনের বিশেষ আকর্ষণ ফসিলস্ এবং তার প্রধান কণ্ঠশিল্পী রূপম ইসলামকে কেন্দ্র করেছিল শ্রোতাদের মধ্যে আলাদা আবেগ। কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেন। অত্যধিক ভিড় সামাল দিতে অনুষ্ঠানস্থলের দুটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। তাতেও সমস্যার সমাধান হয়নি। এরপর অনেকেই পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন। শুরু হয় চরম বিশৃঙ্খল পরিস্থিতি। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় পাঁচিলের উপরে কালো আলকাতরার মতো কোনও তরল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠি চার্জ করতে হয় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি উঁচিয়ে ভয় দেখানো হয়েছে। এদিকে, পাঁচিল থেকে পরে গিয়ে, ভিড়ের চাপে এবং পুলিশের তাড়া খেয়ে পরে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানাগেছে। জখম তালবোনার বাসিন্দা কমলা কর্মকার এবং লক্ষণপাড়ার বাসিন্দা এক ছাত্র প্রেম দাস কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, বিশৃঙ্খলা তৈরি করা, বিশৃঙ্খলার জন্য জমা হওয়া, অস্ত্র আইন, সরকারি কর্মীকে কাজে বাঁধা দেওয়া-সহ একাধিক অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার কালনা আদালতে তোলা হয়। ধৃতদের ১৫ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। খাদ্য ও পিঠেপুলি উৎসবের প্রধান উদ্যোক্তা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ জানিয়েছেন, অনুষ্ঠানকে বন্ধ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ যে ভূমিকা পালন করেছে সেটা না করলে খুবই খারাপ ঘটনা ঘটতে পারতো। উল্লেখ্য, বৃহস্পতিবার মেলায় উপস্থিত ছিলেন সাবির কুমার, পূজা ব্যানার্জী। উৎসবের শেষ দিন ১২ জানুয়ারি উপস্থিত থাকবেন প্রাঞ্জল ও জিৎ।