Site icon E Purba Bardhaman

চুরির ৩ দিনের মাথায় সেই চোর ফেরত দিয়ে গেল মোবাইল

Mobile theft by writing a letter return the stolen mobile phone within one month

ভাতার (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার কলপুকুর পাড় এলাকার সেই মোবাইল চোর অবশেষে চুরি করে নিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ফোনের চার্জার সহ ফেরত দিয়ে কথা রাখল। তবে একমাসের মধ্যে ফেরত দিয়ে যাবার কথা দিয়ে, চিঠি লিখে জানিয়ে গেলেও চুরি করার ৩ দিনের মাথাতেই সেই চোর কলপুকুর পাড়ের বাসিন্দা পেশায় লটারী বিক্রেতা স্বজন মিঞার গোয়ালঘরে রেখে দিয়ে গেল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা ভাতার এলাকায়। রবিবার ভাতার থানায় এসে মোবাইল চুরি নিয়ে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেও নিলেন স্বজন মিঞা। এদিন তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে তার ঘর থেকে চুরি যায় তার মোবাইলটি এবং তার চার্জার। চোর তার মোবাইলের সিম দুটি খুলেও রেখে যায়। লিখে যায় একটি ইংরাজীতে চিঠিও। তাতে সে লেখে, টেনশন নেবার কিছু নেই, একমাসের মধ্যে স্বজন মিঞার ফোনকে সে ঠিকঠাকভাবেই সে ফেরত দিয়ে যাবে। আসলে সেই বিখ্যাত চোরের ভীষণ প্রয়োজন ছিল ফোনটি। তা সে চিঠিতেও জানিয়ে যায়। অদ্ভূতুরে এই মোবাইল চুরির ঘটনা নিয়ে রীতিমত কৌতূহল সৃষ্টি হয় গোটা ভাতার জুড়ে। পুলিশ তদন্তেও নামে। কিন্তু পুলিশ চোর আর মোবাইল উদ্ধারের আগেই শনিবার গভীর রাতে চোর মোবাইল আর চার্জারটি স্বজন মিঞার গোয়ালঘরে রেখে যায়। রবিবার সকালে স্বজন মিঞার মা দানা বিবি গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে দেখতে পান মোবাইলটি। হারানো সাধের মোবাইল ফিরে পেয়ে খুশী স্বজন মিঞা। এরপরই তিনি ভাতার থানায় গিয়ে তাঁর দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন। স্বজন মিঞার কাছে এখনও এই চুরির রহস্য রহস্যই থেকে গেছে।

সিম কার্ড খুলে রেখে ১ মাসের মধ্যে ফেরত দেবার কথা চিঠি লিখে মোবাইল চুরি

Exit mobile version