বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি বছরে ১৭তম ভারত সংস্কৃতি উৎসবে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। আর এই খবরে রীতিমতো দুঃখ প্রকাশ করলেন ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক প্রসেনজিত পোদ্দার। শুক্রবার বর্ধমানের পান্থশালায় ১৭তম ভারত সংস্কৃতি উৎসবের জন্য সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, গতবছর বাংলাদেশ থেকে ৩ টে দল এবং ৩৪ জন শিল্পী এককভাবে অংশ নিতে এসেছিলেন। কিন্তু এবারের পরিস্থিতি অন্যরকম। যারা আসতে চাইছেন কিন্তু কোনও কারণে আসতে পারছেন না সেক্ষেত্রে একটা খারাপ লাগার বিষয় থাকে। যদিও অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। তাঁরা সেই আবেদনও জানাচ্ছেন। প্রসেনজিতবাবু জানিয়েছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সেখান থেকে শিল্পীরা আসুক এটা আমরা চাই। উল্লেখ্য, হিন্দুস্থান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি ও অন্তরা সংগীত বিদ্যালয়ের উদ্যোগে এবছর ১৭ তম ভারত সংস্কৃতি উৎসব এবং ৪৫ তম আন্তর্জাতিক উৎসব আয়োজিত হতে চলেছে। উৎসবের প্রথম পর্ব বর্ধমান শহরে আয়োজিত হলেও ১৪ থেকে ১৬ ডিসেম্বর অনলাইন প্রতিযোগিতা চলবে। ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের টাউন হল ময়দানে চলবে প্রথম পর্ব। এরপর ২৪ ডিসেম্বর রিষড়া ভলিবল গ্রাউন্ডে। এবং ২৫ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার ক্যালকাটা ব্লাইন্ড স্কুল হল ও ময়দান এবং শরৎ সদন, বেহালায় সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই প্রতিযোগিতা হবে। মঞ্চ উপস্থাপনা এবং ভার্চুয়াল পদ্ধতিতে একক, দ্বৈত ও সমবেতভাবে এই প্রতিযোগিতা হবে। সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, অঙ্কন এবং আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা হবে। এবছর ২০ থেকে অক্টোবর ইউরোপ মহাদেশের প্যারিস, সুইজারল্যান্ড, জার্মানি এবং হল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন, ৪৬ জনের সংস্কৃতি প্রতিনিধি দল যাচ্ছে। ৫ থেকে ৯ সেপ্টেম্বর ১৪৫ জন সংস্কৃতি প্রতিনিধি দল থাইল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রায় অংশ নিতে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ দাস, শ্যামল দাস, দেবেশ ঠাকুর প্রমুখরা।