E Purba Bardhaman

মেমারীতে পথ দুর্ঘটনায় জখম বাংলার মহিলা ক্রিকেট দলের ৩ নির্বাচক

Three female cricket selectors of Bengal were injured in a car accident. On NH2. At Memari. CAB Secretary Avishek Dalmiya came to the hospital to see the injured

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরীর পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারায় গুরুতর জখম হলেন বাংলা ক্রিকেট দলের ৩জন মহিলা নির্বাচক। এই ঘটনায় জখম হয়েছেন তাঁদের গাড়ির চালকও। বাংলা ক্রিকেট দলের নির্বাচকদের দুর্ঘটনায় জখম হবার ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে কলকাতা থেকে সিউড়ি যাচ্ছিলেন ৩ মহিলা নির্বাচক। পথে পূর্ব বর্ধমানের মেমারী থানার সরডাঙার কাছে ২নং জাতীয় সড়কে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরীর পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িতে থাকা চারজনই গুরুতর জখম হন। তাঁদের বর্ধমানের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম শ্যামা সাউ, পূর্ণিমা চৌধুরি, চন্দনা মুখোপাধ্যায়, বিশ্বজিত পারিদা। আহতদের মধ্যে চন্দনা মুখোপাধ্যায়ের আঘাত গুরুতর বলে নার্সিংহোম সূত্রে জানা গেছে। অন্যদিকে, পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ বাংলা দলের মহিলা নির্বাচক ও তাঁদের গাড়ির চালককে দেখতে রবিবার সন্ধ্যায় বর্ধমান ঘুরে গেলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া। এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনার বিষয়ে সিএবি গভীরভাবে চিন্তিত। আহতদের বিষয়ে সবরকমের উন্নত চিকিত্সা দেবার জন্য তৈরী। তিনি এদিন জানিয়েছেন, আহতদের মধ্যে পূর্ণিমা চৌধুরী জেনারেল বেডেই রয়েছেন। বাকি ৩জন এখনও আইসিসিইউতে রয়েছেন। তবে চিকিত্সকরা জানিয়েছেন, তাঁরা আপাতত স্বাভাবিক রয়েছেন। অভিষেক জানিয়েছেন, তাঁরা দ্রুততার সঙ্গেই আহতদের কলকাতায় স্থানান্তরিত করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আহতদের শারীরিক অবস্থা ঠিক থাকলে সোমবার সকালেই তাঁদের কলকাতার কোনো ভালো কেন্দ্রে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হবে বলে তিনি জানিয়ে যান। উল্লেখ্য, এদিন এই দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও খোঁজখবর নেন।

Exit mobile version