বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডের সঠিক বিচারের দাবিতে ও জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে সংহতি জানিয়ে ফের রাজপথে নামলো বর্ধমানের উল্লাস উপনগরীর তিলোত্তমারা। এদিন সন্ধ্যায় বর্ধমানের উল্লাস উপনগরীর তিলোত্তমারা উল্লাসমোড় থেকে ঘোড়দৌড়চটী মোড় হয়ে ফের উল্লাস মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। ব্যানার, প্লাকার্ড ও তিলোত্তমা ব্যাচ ধারণ করে এদিন এই প্রতিবাদ মিছিলে সামিল হন উল্লাস উপনগরীর বাসিন্দারা। আর জি কর কাণ্ডের প্রকৃত বিচারের দাবিতে এই প্রতিবাদ আন্দোলন চলবে বলে এদিন জানিয়েছেন সুমনা সামন্ত মুখার্জী। তিনি জানিয়েছেন, সিবিআই চার্জশিট দিলেও প্রকৃত বিচার কি হচ্ছে। প্রকৃত বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের এভাবেই আন্দোলন চলবে। তিনি জানিয়েছেন, কলকাতায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি তাঁরা সংহতি জানিয়েছেন। তাঁদের অনেকেই সেখানে গেছেন। তাঁরা আন্দোলনের পাশে আছেন।