E Purba Bardhaman

আধা সামরিক বাহিনী চোখ তুলে তাকালে চোখের পর্দা নামিয়ে দেবার নিদান দিলেন অনুব্রত

Trinamool Congress leader Anubrata Mandal addressing a election rally. At Galsi under Bishnupur Lok Sabha

বিপুন ভট্টাচার্য, গলসী (পূর্ব বর্ধমান) :- ফের আধা সামরিক বাহিনী নিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গলসী ২নং ব্লকের সাটিনন্দী অঞ্চলের খানা জংশনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে এসে আধা সামরিক বাহিনী নিয়ে কোনোরকম ভয় না পাওয়ার নির্দেশ দেন। অনুব্রত মণ্ডল বলেনআধা সামরিক বাহিনীকে স্যালুট জানাই। মনে রাখবেনআধা সামরিক বাহিনীর বুথে ঢোকার নিয়ম নেই। বুথে ঢুকলেই আটকান। ছাড়বেন না। চোখ তুলে তাকালে চোখের পর্দা নামিয়ে দিন। হাত তুললে হাত নামিয়ে দিন। মনে রাখবেন বিষ্ণুপুর লোকসভা নির্বাচনের আগের দিনভোটের দিন এবং ভোটের পরেও আমরা আছি। ভোটে ম্যাসল পাওয়ার ব্যবহার হলে আমরাও চুরি পড়ে বসে নেই। আমরাও ব্যবহার করবো। তিনি বলেনকেন্দ্রীয় বাহিনীকে আমরা স্যালুট জানাইনমস্কার করি। কিন্তু তাদের ভয় পাবেন না। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ঢোকার নিয়ম নেই। তাই বুথে ঢুকলেই ছাড়বেন না। আগামী রবিবার বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে গলসী ২নং ব্লকের ৭টি অঞ্চলেও ভোট। তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান অনুব্রত মণ্ডল। জানিয়েছেনশুধু বীরভূমই নয় বিষ্ণুপুর লোকসভা নির্বাচনেও তাঁর দাওয়াই নকুলদানা। এদিন মঞ্চ থেকেই তিনি নকুলদানা ছড়িয়ে দেন জনগণের উদ্দেশ্যে। সম্প্রতি অনুপম হাজরার মন্তব্য নিয়ে এদিন অনুব্রত মণ্ডল জানিয়েছে্নতাঁর চাওয়া পাওয়া কিছু নেই। তিনি এমপিএমএলএ নন। নন চেয়ারম্যানকাউন্সিলারও। ফলে তাঁর চাওয়ার কিছু নেই। বরং অনেকেই তাঁর কাছে চাওয়া পাওয়ার জন্য আসেন।অন্যান্যদের মধ্যে এদিন মঞ্চে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথবর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়াবীরভূমের জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী প্রমুখরাও।

Exit mobile version