মেমারী (পূর্ব বর্ধমান) :- তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু নির্দেশ দিলেন ১০০ দিনের কাজের টাকা না পেলে বিজেপিকে জয়শ্রীরাম বলতে দেবেন না। গাছে বেঁধে রাখুন। আগে ১০০ দিনের (MGNREGS) টাকা দেবে তবেই জয়শ্রীরাম বলতে দেবেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, সার ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবীতে রবিবার বিকালে মেমারীর সাতগেছিয়া বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও সংখ্যালঘু সেল। এদিন সভায় উপস্থিত ছিলেন মেমারী ২ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অশোক বিশ্বাস, মেমারী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামণি মূর্মূ প্রমুখরা। এদিন এই সভা থেকে দুস্থদের কম্বলও বিতরণ করা হয়। আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দেবু টুডু বলেন, ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকার। আর আপনার বাড়ির সামনে বিজেপির ভাই জয় শ্রীরাম বলছে। আমরা কি চুড়ি পড়ে বসে আছি নাকি। একশো দিনের টাকা মেরে যারা আপনার বাড়ির সামনে, আপনার বাজারে জয় শ্রীরাম করছে তাদের বেঁধে রাখুন। একশো দিনের টাকা না দেওয়া হলে আমরা ঝান্ডা টাঙ্গাতে দেবো না, জয় শ্রীরাম বলতে দেবো না, আগে টাকা দাও, তারপর অন্য কথা। উল্লেখ্য, সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানে বর্ধমানের হীরাগাছি এলাকায় এসে তৃণমূল নেতাদের খেজুর ও নিমগাছে বেঁধে রাখার নির্দেশ দিয়ে যান বিজপির কেন্দ্রীয়-সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের কাছ থেকে হিসাব চাওয়ারও নির্দেশ দিয়ে যান তিনি। দিলীপবাবুর সেই বক্তব্য নিয়ে তৃণমূল পাল্টা সমালোচনায় মুখর হয়।