জামালপুর (পূর্ব বর্ধমান) :- এ রাজ্যের কর্মীদের ১০০ দিনের কাজের বকেয়া অর্থ মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ব্লকগুলিতেও ‘শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন’ করতে আয়োজিত হলো মহামিছিল। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে রীতিমতো কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে মাস্টার স্ট্রোক দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন থেকে রাজ্যের ২১ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া শুরু হবে। যা অন্যায় ভাবে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রের এই বঞ্চনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সমস্যায় পড়ছেন গরীব প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলি। সেই মানুষগুলির হকের টাকা যা কেন্দ্রের দেওয়ার কথা তা অন্যায় ভাবে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক ব্যানার্জী এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। দিল্লি ও কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছেন এই মানুষগুলোর অধিকার রক্ষায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন সেই টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। সাধারণ মানুষের এই অধিকার রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে তথা রাজ্য সরকারকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে দলীয় নির্দেশে রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হল। হালারা মোড় থেকে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডে মিছিলটি শেষ হয়।