E Purba Bardhaman

১০০ দিনের কাজের বকেয়া মেটাবে রাজ্য, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল

Trinamool Congress marches thanking Chief Minister Mamata Banerjee for the announcement that the state government will clear the arrears of 100 days of work

জামালপুর (পূর্ব বর্ধমান) :- এ রাজ্যের কর্মীদের ১০০ দিনের কাজের বকেয়া অর্থ মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ব্লকগুলিতেও ‘শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন’ করতে আয়োজিত হলো মহামিছিল। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে রীতিমতো কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে মাস্টার স্ট্রোক দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন থেকে রাজ্যের ২১ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া শুরু হবে। যা অন্যায় ভাবে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রের এই বঞ্চনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সমস্যায় পড়ছেন গরীব প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলি। সেই মানুষগুলির হকের টাকা যা কেন্দ্রের দেওয়ার কথা তা অন্যায় ভাবে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদ অভিষেক ব্যানার্জী এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। দিল্লি ও কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছেন এই মানুষগুলোর অধিকার রক্ষায়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন সেই টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। সাধারণ মানুষের এই অধিকার রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে তথা রাজ্য সরকারকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে দলীয় নির্দেশে রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হল। হালারা মোড় থেকে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি সেলের সভাপতি উত্তম হাজারি, এস টি সেলের নেতা তারক টুডু-সহ সমস্ত প্রধান, উপ প্রধান এবং অঞ্চলের নেতৃত্বরা। বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন, পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভাতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে যান, ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার বিরুদ্ধে তিনি ২ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ শুরু করবেন। আর সেই প্রতিবাদ মঞ্চ থেকেই তিনি ঘোষণা করলেন, ১০০ দিনের কাজের টাকা আমাদের রাজ্য সরকার মিটিয়ে দেবে। অলোকবাবু জানিয়েছেন, তিনি তাঁর বিধানসভার সমস্ত খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, এক ঐতিহাসিক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার যে মা মাটি মানুষের সরকার সেটা প্রমাণ হয়ে গেল। গরীব, অসহায় খেটে খাওয়া মানুষগুলোর মুখে হাসি ফোটালেন তিনি। ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবার সিদ্ধান্তের জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। অন্যদিকে, এদিন একই ইস্যুতে গলসী ২ ব্লকে মহা মিছিল করা হয়। উপস্থিত ছিলেন গলসী ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ সাবিরউদ্দিন আহমেদ-সহ অন্যান্যরা।

Exit mobile version