গলসি (পূর্ব বর্ধমান) :- তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গলসির ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের ঢোলা গ্রাম। ব্যপক বোমাবাজি, দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি ভাঙচুর করা হল প্রায় ১৪ টি বাড়ি। জানা গেছে, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান হাকিম মল্লিকের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে গৃহ প্রবেশের অনুষ্ঠান ছিল। দুপুর নাগাদ পঞ্চায়েত ভোটের নির্দল প্রাথী হাফিজুর রহমানের লোকজন হাকিম মল্লিকের বাড়িতে বোমা বাজি করে বলে অভিযোগ। হাকিম মল্লিক গলসি ১ নং ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সিপাই মন্ডলের অনুগামী। এরপরেই হাকিম মল্লিকের অনুগামীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি হাফিজুর রহমান সহ তার বেশ কিছু অনুগামীদের বাড়িতে বোমাবাজি করে ও ভাঙচুর করে বলে অভিযোগ। হাফিজুর রহমান তৃণমূল কার্যকরী সভাপতি মহম্মদ মোল্লা অনুগামী বলে পরিচিত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় গলসি থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামে চলছে পুলিশি টহল। প্রধানত গ্রাম দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ বলে জানা গেছে। যদিও তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে গোষ্ঠী সংঘর্ষের কথা অস্বীকার করা হয়েছে।