E Purba Bardhaman

সাময়িক সুরাহা দিতে জেলা পরিষদের উদ্যোগে ভর্তুকিতে সবজি বিক্রি

To provide a temporary solution the sale of subsidized vegetables has started on the initiative of the Zilla Parishad.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহর ও শহরতলি এবং জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেট কমিটি এবং পুলিশকে নিয়ে যৌথ ভাবে তৈরি টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন বর্ধমানের তেঁতুলতলা বাজার ও রাণীগঞ্জ বাজারে বেশী দাম নেওয়ায় এক বিক্রেতাকে টাকা ফেরতও দেওয়া করালেন অফিসাররা। টাস্ক ফোর্সের অভিযান শুরু হতেই বাজারে একধাক্কায় সবজির দাম অনেকটাই নিম্নমুখী হতে শুরু করে দিল। যদিও এব্যাপারে ক্রেতাদের দাবি হঠাৎ করে একদিন বা দু’দিন নয়, বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত এই মনিটরিং করা দরকার। এদিকে, গত কয়েকমাস ধরে বাজারে কাঁচা শাক সবজির দাম নাগাল ছাড়া দাম চলার পর অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে হুঁশ ফিরল পূর্ব বর্ধমান জেলা পরিষদের। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকার সিধু কানহু পার্কে অস্থায়ীভাবে আলু, পিঁয়াজ-সহ কিছু সবজি বিক্রি শুরু করা হল। যা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি সাধারণ ক্রেতারা। এদিন সকাল ৮টা নাগাদ সিধু কানহু পার্কে আলু ২৫ টাকা, পিঁয়াজ ৩০ টাকা, ঝিঙে ৩২ টাকা, উচ্ছে ৪৮ টাকা, বেগুন ৪৮ টাকা, পটল ২০ টাকা, বরবটি ৪০ টাকা, ভেন্ডি ১৬ টাকা এবং পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। যদিও এই খবর ছড়িয়ে পড়তেই ১ ঘণ্টার মধ্যেই মজুদ সবজি শেষ হয়ে যায় বলে জানা গেছে। শুধু এটাই নয়, জেলা পরিষদের এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানালেও সমস্যা দেখা দিয়েছে কতদিন বিরাট টাকা ভর্তুকি দিয়ে এই সুরাহা দেওয়া সম্ভব হবে তা নিয়ে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ এদিন বিক্রি হওয়া আলু কিনেছে ১০০ কেজি ২৯ টাকা প্রতি কেজি দরে। পিঁয়াজ কেনা হয় ৯৪ কেজি ৩৮ টাকা করে। ভেন্ডি কেনা হয় ৫০ কেজি ৪০ টাকা করে, বেগুন কেনা হয় ২৫ কেজি ৭০ টাকা করে, পটল কেনা হয় ৪২ কেজি ২৫ টাকা করে, ঝিঙে কেনা হয় ২৫ কেজি ৬৪ টাকা করে, বরবটি কেনা হয় ২৫ কেজি ৫০ টাকা করে, উচ্ছে কেনা হয় ২৫ কেজি ৭০ টাকা করে এবং পেঁপে কেনা হয় ১০ কেজি ৪০ টাকা করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে এই ভর্তুকি দিয়ে কতদিন চালানো যাবে এই সুবিধা প্রকল্প। যদিও এদিন জেলা পরিষদের এই অস্থায়ী বাজারে কিনতে আসা ক্রেতারা জানিয়েছেন এভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। এর থেকে প্রশাসনিক কর্তারা নিয়মিত বাজারগুলিতে হানা দিলে কার্যতই সাধারণ মানুষের উপকার হত। এব্যাপারে এদিন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, এই বাজার স্থায়ী নয়। জেলাজুড়ে টাস্কফোর্সের অভিযানের মধ্যেই মানুষকে কিছুটা স্বস্তি দিতেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে কিছুদিনের জন্য এই ন্যায্যমূল্যের সবজি বাজার করা হয়েছে। বাজারগুলিতে ধারাবাহিকভাবে অভিযানের মধ্য দিয়ে দাম কিছুটা কন্ট্রোলে এলেই এই বাজার বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে, জেলাশাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যেই জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে জেলাপ্রশাসনের তরফে। অসময়ে বৃষ্টি ও তীব্র দাবদাহের ফলে সবজির ফলন কম হওয়ায় বাজারে সবজির জোগান কিছুটা কম। তারই মধ্যে এই সুযোগকে কাজে লাগাতে চাইছে কিছু অসাধু ব্যবসায়ীও। তাই একদিকে যেমন অভিযান চালিয়ে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে তেমনই সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই সাময়িকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিটি হিমঘর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে আলু, পিঁয়াজ বাজারে পাঠাতে হবে। অপরদিকে, এদিনও বর্ধমানের সুফল বাংলা স্টলে আলু ৩০ টাকা এবং পিঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এদিন কর্মসূচিতে হাজির ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক-সহ কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, বিশ্বনাথ রায়, মেহেবুব মণ্ডল প্রমুখরাও।


Exit mobile version