বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘ প্রতিক্ষার পর চালু হল ম্যান্ডেলা পার্ক পার্কি জোন। এদিন পার্কি জোনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জী প্রমুখ। উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার এই পার্কি জোনের উদ্বোধন করেছিলেন। তারপরও এতদিন চালু করা যায়নি এই পার্কি জোন। অবশেষে আজ বর্ধমান শহরের কার্জন গেটের উল্টোদিকের এই পার্কিং জোন চালু হল।
এদিকে, এদিন এই পার্কি জোন উদ্বোধনের সাথেসাথেই পার্কিং নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মভঙ্গকরে পার্কি করা কিছু মোটোর সাইকেল চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। বেআআইনিভাবে পার্কিং করা বাইকগুলিকে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ সুপার ভাস্কর মুখার্জী জানিয়েছেন, পার্কি নিয়ে আমরা মানুষকে সচেতন করেছি, ব্যবসায়ীদেরও জানিয়েছি ক্রেতাদের সচেতন করতে। পাশাপাশি এই ধরণের নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানিয়েছেন, ওই সমস্ত এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্রমীদের সাথে ক্যামেরা থাকবে। বেআইনিভাবে পার্কিং করলে গাড়ি-সহ চালকের ফটোতুলে রাখা হবে। পরে সেই ফটো দেখে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।