E Purba Bardhaman

শ্রাচী গ্রুপের উদ্যোগে রেনেসাঁ টাউনশিপে আয়োজিত হলো গুপ্তধন খোঁজার প্রতিযোগিতা এবং কার র‍্যালি

Treasure Hunt and Car Rally 'Monsoon Drive 12' organized at Renaissance Township by Shrachi Group in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানে প্রথম অনুষ্ঠিত হল কার র‍্যালি ‘মনসুন ড্রাইভ ১২’। একইসঙ্গে শ্রাচী গ্রুপের উদ্যোগে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপে অনুষ্ঠিত হল আবাসিকদের জন্য গুপ্তধন খোঁজার ‘ট্রেজার হান্ট’ শীর্ষক একটি অনুষ্ঠান। রবিবার শ্রাচী গ্রুপের উদ্যোগে রেনেসাঁ টাউনশিপে অনুষ্ঠিত হলো শীতকালীন বিশেষ কার্নিভাল। এদিন এই রেনেসাঁ উইন্টার কার্নিভালে অংশ নিল শিশু থেকে প্রবীণরাও। প্রত্যেকের জন্যই ছিল আকর্ষণীয় বিভিন্ন অনুষ্ঠান। শ্রাচী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর পুনম থারার জানিয়েছেন, শিশুদের জন্য যেমন ছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাড়াও তাঁদের বুদ্ধির বিকাশের জন্য অনুষ্ঠান, তেমনি মহিলাদের মনোরঞ্জনের জন্য ছিল মিউজিক্যাল চেয়ারের অনুষ্ঠান। তবে এরই মাঝে বর্ধমান রেনেসাঁ টাউনশিপের আবাসিকদের জন্য ছিল রীতিমতো চ্যালেঞ্জিং একটি প্রতিযোগিতার। যাঁর নামকরণ করা হয়েছিল ‘ট্রেজার হান্ট’। শ্রাচী গ্রুপের অন্যতম ডিরেক্টর তমাল ঘোষাল এদিন জানিয়েছেন, এই ট্রেজার হান্ট-এ ছিল ৭ টি ক্লু এবং ৭ টি প্রশ্ন। সময় ছিল আধঘণ্টা। মোট ৩০ টি গ্রুপ এদিন এই প্রতিযোগিতায় অংশ নেয়। শ্রাচী গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সেলস এণ্ড বিজনেস ডেভেলপমেন্ট) কৃষ্ণেন্দু মুখার্জী জানিয়েছেন, মূলত শ্রাচী গ্রুপের আবাসিকদের কাছে রেনেসাঁ টাউনসিপকে আরও পরিচিত করতে এবং এই টাউনশিপ সম্পর্কে তাঁরা কতটা জানেন তারই পরীক্ষা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। তিনি জানিয়েছেন, প্রত্যেক গ্রুপকে ৭ টি করে ক্লু দেওয়া হয়েছিল। সেই ক্লুতে পৌঁছে সেখান থেকে ছাড়পত্র নিয়ে পরের ক্লুতে পৌঁছাতে হয়েছে প্রতিযোগীদের। একইসঙ্গে তাঁদের দেওয়া হয়েছিল ৭ টি প্রশ্ন। এই সবকিছুই তাঁদের সম্পন্ন করতে হয়েছে আধঘণ্টার মধ্যে। যিনি সবথেকে কম সময়ে এটি সম্পূর্ণ করেছেন তাঁকেই জয়ী হিসাবে পুরস্কৃত করা হয়েছে। তমাল ঘোষ জানিয়েছেন, এবারের এই শীতকালীন কার্নিভ্যালের মুখ্য আকর্ষণ ছিল কার র‍্যালি ‘মনসুন ড্রাইভ ১২’। বাঁকুড়ার জঙ্গল থেকে এই কার র‍্যালি শুরু হয়। দুর্গাপুর হয়ে তা বর্ধমানের রেনেসাঁ টাউনসিপে শেষ হয়। তিনি জানিয়েছেন, বর্ধমানে এই ধরনের কার র‍্যালি প্রথম। এই র‍্যালিতে অংশ নিয়েছেন ৬০ জন। র‍্যালিতে ছিলেন ভারতীয় কার র‍্যালির ২০২১ ও ২০২৩ বর্ষের দুই চ্যাম্পিয়ন হলদিয়ার সেখ আসগর আলি এবং তামিলনাড়ুর মহম্মদ মুস্তাফা। কার র‍্যালির অংশগ্রহণকারীদের এদিন পুরস্কৃত করা হয় এই মঞ্চ থেকে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অব কার রেলি সিদ্ধার্থ বোসও। এরই পাশাপাশি কনকনে শীতে উষ্ণ আমেজ দিতে হাজির ছিল আলোকবর্ষ ব্যাণ্ড। কৃষ্ণেন্দুবাবু জানিয়েছেন, এদিন এই পুরস্কার প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বর্ধমান রাইস মিলারস অ্যাসোসিয়েশন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

Exit mobile version