বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা পরিষদের অনুমোদন ছাড়া গোটা জেলায় কোথাও কোনো সরকারি জায়গায় গাছ কাটা যাবে না। মঙ্গলবার বর্ধমানে জেলা পরিষদের উদ্যোগে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে একথা জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি জানিয়েছেন, যথেচ্ছভাবে গাছ কাটা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গত ১৪ থেকে ২০ জুলাই এক সপ্তাহব্যাপী রাজ্যের অন্যান্য জায়গার সাথে পূর্ব বর্ধমান জেলা জুড়েও পালিত হয়েছে বনমহোৎসব ২০২৪ কর্মসূচি। এবং বৃক্ষ রোপণ বিষয়ে তাঁরা শুধুমাত্র এই এক সপ্তাহে আটকে না থেকে সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি করছেন। বর্তমানে যেভাবে তাপমাত্রা বেড়ে চলছে তাতে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করে কিছুটা মোকাবিলা করা যেতে পারে। বন দপ্তরের সাথে যৌথ উদ্যোগে জেলাপরিষদ জেলায় ৪ লক্ষ চারাগাছ বিতরণের কর্মসূচি নিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে বিধায়ক, ত্রিস্তর পঞ্চায়েত এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সেই চারাগাছ বিতরণ করার কাজ চলছে। এদিন জেলাপরিষদের গেটে দাঁড়িয়ে তাঁরা কয়েক হাজার চারাগাছ বিতরণ করলেন বলে জানিয়েছেন সভাধিপতি। তিনি জানিয়েছেন, এদিন গাছ নেওয়ার জন্য মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে, এটা ভালো লক্ষণ। তবে শুধু গাছ নিলেই হবে না সেগুলিকে রোপণ করে বড় করে তুলতে হবে। পাশাপাশি গাছ কাটাও বন্ধ করতে হবে। সভাধিপতি জানিয়েছেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন জেলা পরিষদের অনুমোদন ছাড়া জেলার কোথাও সরকারি জায়গার গাছ কাটা যাবে না। এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট দপ্তরগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কোনও অভিযোগ এলে জেলাপরিষদ কড়া পদক্ষেপ নেবে।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, কৃষি ও সমবায় বিভাগের কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল, বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও জেলাপরিষদের কর্মীরা।