বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা পশ্চিমবাংলা থেকে ফেক এসটি সার্টিফিকেট বাতিল না করলে আগামী লোকসভায় পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ ভোটে অংশই নেবে না বলে হুমকি দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বর্ধমানের কার্জনগেটের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন সংগঠনের সদস্য মহাদেব টুডু জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এসটি নয় এমন ব্যক্তিদের আবেদন বাতিল করার দাবি জানিয়ে আসছেন। এমনকি ইতোমধ্যেই যাঁরা এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন সরকারি সুবিধা ভোগ করছেন তাঁদের সার্টিফিকেট বাতিল-সহ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও তাঁরা লক্ষ্য করছেন বিভিন্ন জেলায় জেলায় এসডিও অফিস থেকে এই ধরনের ভুয়ো সার্টিফিকেট ইস্যু হচ্ছে।