E Purba Bardhaman

রাজ্য জুড়ে ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল না করলে লোকসভা ভোট বয়কটের ডাক আদিবাসীদের

Tribals call for boycott of Lok Sabha polls if fake ST certificates are not abolished across the state

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা পশ্চিমবাংলা থেকে ফেক এসটি সার্টিফিকেট বাতিল না করলে আগামী লোকসভায় পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ ভোটে অংশই নেবে না বলে হুমকি দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বর্ধমানের কার্জনগেটের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন সংগঠনের সদস্য মহাদেব টুডু জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এসটি নয় এমন ব্যক্তিদের আবেদন বাতিল করার দাবি জানিয়ে আসছেন। এমনকি ইতোমধ্যেই যাঁরা এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন সরকারি সুবিধা ভোগ করছেন তাঁদের সার্টিফিকেট বাতিল-সহ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও তাঁরা লক্ষ্য করছেন বিভিন্ন জেলায় জেলায় এসডিও অফিস থেকে এই ধরনের ভুয়ো সার্টিফিকেট ইস্যু হচ্ছে। মহাদেব টুডু এদিন জানিয়েছেন, তাঁদের এই দাবি যদি এই সময়কালের মধ্যে না মানা হয় তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কোনো আদিবাসী মানুষ ভোটে অংশ নেবে না। ভোট দেবে না। এদিন এই সংগঠনের সদস্য রামদাস কিসকু জানিয়েছেন, গোটা রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষেরও বেশি এই ভুয়ো সার্টিফিকেটের তাঁরা হদিস পেয়েছেন। সমস্ত তথ্যই তাঁরা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলাতেও এই ধরনের ঘটনা তাঁরা পেয়েছেন। সমস্ত তথ্যই তাঁরা জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। উল্লেখ্য, এদিন জেলাশাসককে দেওয়া স্মারকলিপিতে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১১ সালের সেনসাস রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মাত্র ৬ শতাংশ এসটি সম্প্রদায়ের মানুষ রয়েছেন। কিন্তু বর্তমানে এই সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই এব্যাপারেও প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে।

Exit mobile version