মেমারী (পূর্ব বর্ধমান) :- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হল ৪ ছাত্র। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এদিন কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেমারী কলেজ থেকে প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আবদুল্লার অনুগামীরা একটি বাস ভাড়া করে রওনা হয়। ফারুক আবদুল্লা গোষ্ঠীর নেতা কাজী মাসুদ জানিয়েছেন, মেমারী কলেজের কর্মী তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি মুকেশ শর্মার নেতৃত্বে জৌগ্রামের কাছে তাদের বাস আটকে বেধড়ক মারধর করা হয়। বাদ যায়নি ছাত্রীরাও। তাদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য এবং তাদেরও নিগৃহিত করা হয়। কাজী মাসুদ জানিয়েছেন, কেন তারা মুকেশ শর্মাকে বাদ দিয়ে ফারুক আবদুল্লার নেতৃত্বে কলকাতা যাচ্ছেন – সেই অভিযোগেই তাদের মারধর করা হয়। তিনি জানিয়েছেন,এদিন জৌগ্রামের কাছে তাদের বাস আটকে মারধর করার সময় প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জ্জী দাঁড়িয়ে নেতৃত্ব দেন। এমনকি পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। এরপর তাঁরা কলকাতা যাত্রা বাতিল করে আহতদের নিয়ে ফিরে আসেন। আহতদের মধ্যে সেখ আরসেদ আলি, আরিফ হোসেন, মহম্মদ ইকবাল এবং রমেশ শর্মাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এব্যাপারে বাপ্পাদিত্য ব্যানার্জ্জীর সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।