E Purba Bardhaman

পরিবহণ ধর্মঘটের প্রচার করতে গিয়ে তৃণমূলের হাতে সিটু কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ

Trinamool Congress accused of attacking CITU workers while promoting transport strike

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার সকালে বর্ধমানের তেলিপুকুর এলাকায় পরিবহণ ধর্মঘটের সমর্থনে প্রচারে বেড়িয়ে আক্রান্ত হলেন সিপিআই(এম)-এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে-সহ বেশ কয়েকজন। তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে রড, লাঠি নিয়ে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পরিবহণ নীতির প্রতিবাদে আগামী ৫ মার্চ পরিবহণ ধর্মঘটের স্বপক্ষে প্রচার ও লিফলেট বিলি করার সময় সিআইটিইউ কর্মীদের উপর লাঠি, রড নিয়ে মারধর করতে শুরু করে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। সিআইটিইউ জানিয়েছে, ৫ মার্চ কেন্দ্রীয় নয়া পরিবহণ আইনের প্রতিবাদে সিআইটিইউ পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে বর্ধমানের তেলিপুকুর মোড় এলাকায় এদিন প্রচার করার সময় কর্মীদের ওপর অতর্কিতে রড ও লাঠি দিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় জেলা সিপিএম কমিটির সদস্য দীপঙ্কর দে-সহ বেশ কয়েকজন সিআইটিইউ কর্মী জখম হন। মোদির পরিবহণের কালা আইনের প্রতিবাদ করাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ দীপঙ্করদের। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, মিথ্যা অভিযোগ। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। এদিকে, এই হামলার ঘটনায় এদিন বিকালে বর্ধমানের বীরহাটা থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে সিটু। একইসঙ্গে কার্জন গেটের সামনে প্রতিবাদ সভা করা হয়। এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত স্মারকলিপিও দেওয়া হয়েছে।

Exit mobile version