বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ কমিটির বৈঠক করা নিয়ে বর্ধমান ১ ব্লকের সভাপতি বনাম জেলাপরিষদের সদস্যের মধ্যে বিবাদ বাড়তে শুরু করল। দলীয় নির্দেশে সমস্ত নেতৃত্বকেই বুথ কমিটির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছে দলের ওপরতলার নেতারা। আর সেই নির্দেশ মেনেই চলতি সময়ে জায়গায় জায়গায় চলছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির বৈঠক। আর এই বৈঠক ঘিরেই এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার নিল। রবিবার বর্ধমান শহর সংলগ্ন নেড়োদিঘী ভোতারপাড় এলাকায় বুথ কমিটির বৈঠক ডাকেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সদস্য নুরুল হাসান। আর এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে দুই পক্ষের বাদানুবাদ। সোমবার জেলাপরিষদ সদস্য নুরুল হাসান জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা বুথে বুথে কর্মীসভা শুরু করেছি। আমি জেলাপরিষদের সদস্য হিসাবে এই কর্মসূচী শুরু করেছি। বর্ধমান ১ ব্লকের নেড়োদীঘি ভোতার পাড় থেকে শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন, বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলী তা গুপ্ত অনেককেই বাদ দিয়ে সভা করে বিরোধীদের হাত শক্ত করছেন। তাই যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন তাঁদের নিয়ে আমরা সভা করছি। যাতে তাঁদের মনে ক্ষোভ না হয়। যাতে ২০১১ সালের পরে নেতৃত্বে আসা ব্যক্তিদের কার্য্যক্রমের জন্য দীর্ঘদিনের নেতা-কর্মীরা খুন না হন। বিরোধীরা যাতে সুবিধা না পায় তাই এই সভা করা হচ্ছে। নুরুল জানিয়েছেন, আমরা দলের মধ্যে বিভেদ চাই না। কিন্তু কাকলী তা গোষ্ঠী শুরু করে বিরোধীদের সুবিধা করে দিচ্ছেন। নেড়োদীঘির পঞ্চায়েত সদস্য-সহ অনেক নেতা কর্মীকে না নিয়েই তিনি সভা করছেন।